Hooghly: গঙ্গার উপর দিয়ে এলো ঘূর্ণি, ত্রিবেণী লণ্ডভন্ড

গায়ে কাঁটা দেওয়া ভিডিও। এই ভিডিও জীবনের ঝুঁকি নিয়ে মোবাইলে রেকর্ড করেছেন কয়েকজন। গঙ্গার উপরে পাক খাচ্ছে ঘূর্ণি। সেটি ঘুরতে ঘুরতে ত্রিবেণী শহরের উপর আছড়ে…

গায়ে কাঁটা দেওয়া ভিডিও। এই ভিডিও জীবনের ঝুঁকি নিয়ে মোবাইলে রেকর্ড করেছেন কয়েকজন। গঙ্গার উপরে পাক খাচ্ছে ঘূর্ণি। সেটি ঘুরতে ঘুরতে ত্রিবেণী শহরের উপর আছড়ে পড়ল।ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হুগলির (Hooghly) ত্রিবেণীর বিস্তির্ণ অংশ। ঝড়ের দাপটে ভাঙলো দোকান। রীতিমতো ভেঙেচুরে তছনছ কারখানার অ্যাসবেস্টস ছাদ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কাঠ সহ বিভিন্ন জিনিসপত্র।

কয়েক ঘন্টার ঝড়েই দাঁড়িয়ে থাকা গাছ ভেঙে মিশেছে মাটির সঙ্গে। বিগত কয়দিন ধরেই ঝড় বৃষ্টি অব্যাহত। যার ফলস্বরূপ নজরে আসছে ত্রিবেণীর অবস্থা। দাপট চালাচ্ছে তুমুল হাওয়া। ঝড়ের জেরে আতঙ্কে সাধারণ মানুষ। উড়ে নিয়ে যাচ্ছে বাড়ির চাল। মাথার উপরের ছাদ হারা বহু মানুষ। উত্তাল হয়ে উঠেছে নদী। এমন রূপ যেন গিলে খাবে গোটা এলাকা। ছোট শিশুদের নিয়ে আতঙ্কে পরিবারের লোকজন। ত্রিবেণী তছনছ। আতঙ্কিত এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘ আমাদের এলাকায় এমন ঝড় দেখা যায়নি। কয়েক মিনিটের ঝড়ে এলাকা শুদ্ধ সব শেষ। ঘর ভেঙেছে সঙ্গে গাছপালা, ক্ষেতের ফসল, পেঁপে গাছ ধ্বংস করে দিয়েছে।

এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। তার দাপটেই প্রবল বৃষ্টি কলকাতা সহ দক্ষিণের ১০ জেলায়। তিন জেলায় জারি কমল সতর্কতা। ।আজ সকাল থেকেই কালো মেঘের ঢেকে রয়েছে আকাশ। কাল থেকে দফায় দফায় বৃষ্টি। তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বেশি বাড়বে। অন্যদিকে শনি ও রবিবার জেলাতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। তবে ইতি মধ্যেই সুন্দরবনের বেহাল বাঁধ নিয়েও সতর্কতা জারি করা হয়েছে।