নামখানা: মাত্র সাতটা দিন পর জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষার্থীরা৷ কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার আগে ঘর ছাড়া হতে হল পরীক্ষার্থীকে৷ শুধু তাই নয় অ্যাসিড মেরে পুড়িয়ে মারার হুমকিও তাকে দেওয়া হচ্ছে৷ এই পরিস্থিতিতে পরীক্ষা নিয়েই কার্যত অনিশ্চয়তা তৈরি হয়েছে৷
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানায়৷ জানা গিয়েছে, প্রায় এক বছর ধরে ওই ছাত্রীকে উত্যক্ত করে চলেছে প্রতিবেশী এক যুবক৷ এমনটাই অভিযোগ ছাত্রীর পরিবারের৷ সম্প্রতি সেই পরিস্থিতি চরমে পৌঁছে গিয়েছে৷ ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ছাত্রীর পরিবার৷
অভিযোগ, গত কয়েকদিন উত্যক্ত চরমে পৌঁছায়৷ ছাত্রীর বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন ওই প্রতিবেশী যুবক৷ সেই সময় ওই ছাত্রীর বাবা ঘটনার প্রতিবাদ করে৷ অভিযুক্ত যুবক ও তাঁর বাবা তাঁকে শাবল দিয়ে আঘাত করেন বলে অভিযোগ৷ আহত অবস্থায় ছাত্রীর বাবাকে উদ্ধার করে প্রথমে দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে৷ বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন৷ নামখানা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে৷ ঘটনার পর থেকে ওই ছাত্রী সহ তার পরিবার এখন বাড়ি ছাড়া৷