Hingalganj Blast: গ্রামে গুঞ্জন ওরা ‘বোমা শ্রমিক’, হিঙ্গলগঞ্জ বিস্ফোরণে ধৃত তৃণমূল নেতা

গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল কংগ্রেস জড়িত ঘটনার সঙ্গে। এমনটা সত্যি বলেই হিঙ্গলগঞ্জ বিস্ফোরণ (Hingalganj Blast) তদন্তে উঠে আসছে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সরগরম। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক…

গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল কংগ্রেস জড়িত ঘটনার সঙ্গে। এমনটা সত্যি বলেই হিঙ্গলগঞ্জ বিস্ফোরণ (Hingalganj Blast) তদন্তে উঠে আসছে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সরগরম। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় সান্ডেলেবিল গ্রামের তৃণমূল নেতা ইকবাল আহমেদ ওরফে মুকুলকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েতের তৃণমূল সদস্য আরুফা বিবির স্বামী ইকবাল।

এলাকায় তীব্র গুঞ্জন বোমার ব্যবসা চলছিল। বাইরে থেকে আনা হয়েছিল বোমা শ্রমিক।বৃহস্পতিবার রাতে বাঁকড়া গ্রামের আফসার গাজির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ।সেখানেই ঘটে পরপর বিস্ফোরণ। এতে মৃত্যু হয়েছে আতাউর সর্দার নামে এক যুবকের। একেবারে ছিন্নবিন্ন হয়ে গেছে তার দেহ। বিস্ফোরণে সুজন গাজি নামে এক যুবকের হাত উড়েছে। আত্মগোপন করে রয়েছে সুজন।

শুক্রবার সকালে এলাকা ঘিরে রেখে তল্লাশি করেছে বিশাল পুলিশ বাহিনী।পঞ্চায়েত ভোট ঘিরে জেলার হিঙ্গলগঞ্জের সর্বত্র উত্তেজনা ছড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠিদ্বন্দ্ব আছে। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে।