উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত হল শুক্রবার। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার ছাত্রী অদিশা দেবশর্মা। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। সায়নদীপ পেয়েছেন ৪৯৭। ১০ দিন পর মিলবে মার্কশিট। আগামী ২০ জুন মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা।
পাশের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া জেলায় পাশের হার সবচেয়ে বেশী। এ বার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাসের হার ৮০ শতাংশ। মেয়েদের পাসের হার ৮৬.৫৮ শতাংশ।
মোট মেধাতালিকায় রয়েছে ২৭২ জন। উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন। চতুর্থ হয়েছে আট জন। পঞ্চম স্থানে ১১ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪। ষষ্ঠ স্থানে রয়েছেন ৩২ জন। সপ্তম স্থানে রয়েছেন ৩৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২।