Gangasagar: মেলার পরিকাঠামো নিয়ে রাজ্যের ভূমিকায় এবার ‘অসন্তুষ্ট’ হাইকোর্ট

গঙ্গাসাগর নিয়ে এবার কি বিপাকে পড়তে চলেছে রাজ্য সরকার? হাইকোর্টের নির্দেশে তেমনটাই ইঙ্গিত মিলল কিছুটা। গঙ্গাসাগর-এর পরিকাঠামো নিয়ে রাজ্যের কাছ থেকে একটি রিপোর্ট তলব করে হাইকোর্ট।

সূত্র মারফত খবর মিলছে, রাজ্যের পেশ করা রিপোর্টে মেলার পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নয় হাইকোর্ট নিযুক্ত কমিটি। এহেন পরিস্থিতিতে রিপোর্ট পাওয়ার পরেই প্রশাসনিক তৎপরতা দেখা গিয়েছে। এদিকে যত সময় এগোচ্ছে ততই সকলের চিন্তা বাড়াচ্ছে পুণ্যার্থীদের ভিড়। বাবুঘাট থেকে শুরু করে কাকদ্বীপ, সাগর তট, সব জায়গায় মানুষের ভিড় থিকথিক করছে। চিকিৎসক মহলের দাবি, এই ভিড়ের জেরে করোনার সংক্রমণ আরো সুপার স্প্রেডার হয়ে উঠতে পারে।

   

প্রসঙ্গত, শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। করোনা-বিধি মানা হচ্ছে কিনা, সেবিষয়ে নজরদারির জন্য কমিটি তৈরি করে দিয়েছে আদালত। দেশের দৈনিক সংক্রমণ এক লাফে বেড়ে দাঁড়িয়েছে আড়াই লক্ষের কাছাকাছি। অন্যদিকে সকলের চিন্তা বাড়িয়ে অ্যাক্টিভ কেসে দেশে দ্বিতীয় স্থানে বাংলা। অন্যদিকে পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা। ৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে শীর্ষে বাংলা। জেলাভিত্তিক পজিটিভিটি রেটে ২ নম্বরে কলকাতা।

এদিকে চিকিৎসক মহলের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে, এই মহামারী ও অতিমারীকালে গঙ্গাসাগর মেলা করাটা কি খুব দরকার ছিল? 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন