HomeWest BengalMetro Dairy Scam: রাজ্য সরকারের ভুল খুঁজে না পেয়ে কংগ্রেসের বিপক্ষেই রায়...

Metro Dairy Scam: রাজ্য সরকারের ভুল খুঁজে না পেয়ে কংগ্রেসের বিপক্ষেই রায় দিল আদালত

- Advertisement -

মেট্রো ডায়েরি মামলায়  ধাক্কা খেলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মেট্রো ডায়েরির শেয়ার বিক্রিতে অনিয়ম হয়েছে এই অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস সাংসদ। যদিও সোমবার কংগ্রেস সাংসদের দাবি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

 

   

সোমবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, মেট্রো ডেয়ারি মামলায় সরকারি সিদ্ধান্তে কোনও বেআইনিতা নেই। সরকারের সিদ্ধান্ত সঠিক। তাই আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। রাজ্যের অংশ ছিল ৪৭%। এমন পরিস্থিতিতে ওই শেয়ার বিক্রির প্রক্রিয়ায় কোনও ভুল নেই। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে।

রাজ্য সরকার মেট্রো ডেয়ারকে বিলগ্নিকরণ করেছিল এবং ২০১৭ সালের বিলগ্নিকরণ মামলা জনসমক্ষে এসেছিল। কংগ্রেস সাংসদ এবং প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরী ২০১৮ সালে কলকাতা হাইকোর্টে একটি পিআইএল দায়ের করেছিলেন, রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ও আর্থিক লাভের জন্য মেট্রো ডেয়ারি শহরগুলিকে অবমূল্যায়ন করার অভিযোগ করেছিলেন। ইডিও এই মামলার তদন্ত শুরু করেছিল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular