চাকরির সুপারিশ অভিযোগে আদালতে স্বস্তি TMC সাংসদ অপরূপা আফরিন আলির

আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরুপা পোদ্দারও পাল্টা অভিযোগ দায়ের করেছেন। নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে।

সাংসদ অপরূপা পোদ্দারের (আফরিন আলি) বিরুদ্ধে মামলা গ্রহণ করল না হাইকোর্ট। স্বস্তিতে তৃণমূল সাংসদ। গ্রুপ সি পদে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Afrin Ali Aparupa Poddar)এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

সাংসদ অপরূপার বিরুদ্ধে মামলা গ্রহণ করল না হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে, মামলাকারী কোনভাবে ক্ষতিগ্রস্ত অথবা বঞ্চনার শিকার হননি। তাই এই মামলা গ্রহণযোগ্য নয়। আদালতের তরফে জানানো হয়েছে,মামলাকারী চাইলে এ নিয়ে জনস্বার্থ মামলা করতে পারেন। এই অভিযোগ নিয়ে মামলাকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদনও করতে পারেন।

   

নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। সেখানে একের পর এক তৃণমূল নেতাদের নাম উঠে আসছে বারবার। সম্প্রতি বেশ কিছু তৃণমূল নেতা ও তাঁদের সুপারিশ তালিকা তুলে ধরে তদন্তের দাবিতে সরব হন তরুণজ্যোতি তিওয়ারি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদের মধ্যে ছিল অপরূপা পোদ্দারের নাম। সেবার দুই নেতাকে প্রমাণ করার জন্য সময়সীমা বেধে দেন তৃণমূল সাংসদ। এমনকি এবিষয়ে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন তিনি।

তরুণজ্যোতির অভিযোগ গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় প্রত্যক্ষ যোগ রয়েছে অপরূপা পোদ্দার (আফরিন আলি)। গ্রুপ সি নিয়োগের সময় তাঁর লেটারহেডে অযোগ্য প্রার্থীদের চাকরির সুপারিশ করা হয়েছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন