জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহর লাগোয়া ৩১ নং জাতীয় সড়কের গা ঘেঁষে তৈরি হচ্ছে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো৷ নির্মাণের কাজ খতিয়ে দেখতে মাস খানেক আগে জলপাইগুড়ি গিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতিরা৷ সেখানে গিয়ে তাঁরা দেখেন নির্মিয়মাণ কোর্ট চত্বরের ঠিক গায়ে অবৈধ ভাবে গড়ে উঠেছে একটি বসতি। তড়িঘড়ি ওই বসতি সরানোর নির্দেশ দেয় আদালত৷ সেই নির্দেশ মেনে এলাকার সাতটি পরিবারকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় প্রশাসন৷ এর পর বেশ কয়েক মাস কেটে গিয়েছে৷ অথচ নিজেদের ঘর ছেড়ে একচুলও সরেনি ওই এলাকার বাসিন্দারা৷ অবৈধ ভাবে দখল করে রাখা এলাকা খালি করা না হলে বুলডোজার চলবে বলে এবার হুমকি দিল প্রশাসন৷ (high court instruct on land grabbing)
বুলডোজার চালানোর হুঁশিয়ারি high court instruct on land grabbing
সম্প্রতি, নির্মান কাজের অগ্রগতি চাক্ষুষ করতে জলপাইগুড়ি গিয়েছিলেন হাই কোর্টের বিচারপতিরা। তাঁরা গিয়ে দেখেন, আদালতের নির্দেশের পরেও নির্মীয়মান কোর্ট চত্বর সংলগ্ন বসতি এলাকা খালি করা হয়নি৷ যা দেখে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিরা। দ্রুত এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে৷ নেই নির্দেশ হাতে নিয়েই জলপাইগুড়ি সদর বিডিওর নেতৃত্বে এলাকা খালি করতে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷

বাসিন্দাদের কথা শুনল না প্রশাসন high court instruct on land grabbing
সেই সময় পুলিশ-প্রশাসনের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেন ওই বসতিবাসীরা। কিন্তু তাঁদের কোনও কথাই শুনতে চায়নি পুলিশ-প্রশাসন৷ বাসিন্দাদের সাফ জানানো হয়, অবিলম্বে কোর্টের এলাকা খালি করা না হলে বুলডোজার চালানো হবে৷
West Bengal: Construction of the Jalpaiguri Circuit Bench of Kolkata High Court faces hurdles due to illegal settlements. Despite eviction orders, residents remain