Purulia: কালবৈশাখীর তাণ্ডবে তছনছ পুরুলিয়া, মৃত এক

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ হল পুরুলিয়ার কিছু অংশ। তীব্র দাবদাহের পর কিছুটা স্বস্তি দিয়ে বৃষ্টি নামে পুরুলিয়ায়। আবহাওয়া দফতরের পুর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখীর তাণ্ডব…

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ হল পুরুলিয়ার কিছু অংশ। তীব্র দাবদাহের পর কিছুটা স্বস্তি দিয়ে বৃষ্টি নামে পুরুলিয়ায়। আবহাওয়া দফতরের পুর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখীর তাণ্ডব চলে পুরুলিয়ার (Purulia) বলরামপুর বরাবাজার সহ সংলগ্ন এলাকায়।

এদিকে ক্ষণিকের এই ঝড়ের তাণ্ডবে জেরে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। ভেঙে পড়েছে বড় বড় গাছ। শুধু তাই নয় বজ্রপাতের জেরে ১ শিশুর মৃত্যু অবধি হয়েছে বলে খবর।

পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস ছিল। ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছিল। সেই মতই, এদিন বিকেলের দিকে হঠাৎ মেঘ কালো করে আসে। সেইসঙ্গে উপরি পাওনা হয় ঝোড়ো হাওয়া। একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। বিদ্যুতের তাঁর ছিড়ে যাওয়ায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া বলরামপুর স্টেশন এলাকায় ভেঙে পড়ে গাছ। ঘন্টা খানেকের শীলাবৃষ্টির জেরে বহু কাঁচা বাড়ি ধসে যায়।