Heavy rain: সাগরে গভীর নিম্নচাপের জেরে বুধবার অবধি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

এখনই কাটছে না দুর্যোগ, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দফতর। সোমবার ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, দক্ষিণ ওডিশার…

এখনই কাটছে না দুর্যোগ, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দফতর। সোমবার ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, দক্ষিণ ওডিশার ওপর থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে দক্ষিণ-পূর্ব মধ্য প্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় একটি সুপরিকল্পিত নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী কয়েক দিন উত্তর-পশ্চিম ভারত এবং উত্তরাখণ্ডে এই ভেজা স্পেল অব্যাহত থাকতে পারে, এবং আগামী ৫ দিনের মধ্যে দক্ষিণ গুজরাট অঞ্চল, উত্তর মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

   

দেখুন তালিকা:

১২ ই সেপ্টেম্বর মারাঠাওয়াড়ায় বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণ এবং বজ্রপাতের সম্ভাবনা।

১২ ও ১৩ তারিখ ছত্তীসগঢ় ও বিদর্ভে, ১৩ ও ১৪ তারিখ বিহার; ঝাড়খণ্ড, সৌরাষ্ট্র ও কচ্ছ, পশ্চিমবঙ্গ ও ওডিশা ১২-১৪ তারিখ; মধ্য প্রদেশ, গুজরাট অঞ্চললে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Advertisements

১২ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বিদর্ভে বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে; পূর্ব মধ্য প্রদেশ ও গুজরাট অঞ্চল ১২ ও ১৩ তারিখে; ১৩-১৫ তম সময়কালে পশ্চিম মধ্য প্রদেশ; ১২-১৫ তারিখের মধ্যে মধ্য মহারাষ্ট্রের ঘাট এলাকা এবং আগামী ৫ দিনের মধ্যে কোঙ্কন ও গোয়া ভারী বৃষ্টি।

পূর্ব রাজস্থানে ১২-১৫ তারিখের মধ্যে এবং আগামী ৫ দিনের মধ্যে উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণ ও বজ্রপাত হয়েছে।

এদিকে মৎস্যজীবী থেকে শুরু করে পর্যটকদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News