Weather update: দক্ষিণে কাটফাটা গরম, ভাসতে চলেছে উত্তরের একাধিক জেলা

বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। বৃষ্টি কই? প্রশ্ন তুলেছেন রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকেই রাজ্যজুড়ে বৃষ্টি হবে। এর পাশাপাশি উত্তরবঙ্গে…

Weather update: দক্ষিণে কাটফাটা গরম, ভাসতে চলেছে উত্তরের একাধিক জেলা

বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। বৃষ্টি কই? প্রশ্ন তুলেছেন রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকেই রাজ্যজুড়ে বৃষ্টি হবে।

এর পাশাপাশি উত্তরবঙ্গে অতিভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে কয়েকটি জেলায় বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার সকাল থেকেই কলকাতায় শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। জানা গিয়েছে, তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে। বজায় রয়েছে অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গের ভাগ্য প্রসন্ন না হলেও তুমুল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। বৃষ্টির পুর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে।

Advertisements

এদিকে করম বাঁধে জলাবদ্ধতার ১৫ দিন পর মধ্যপ্রদেশের ধর জেলায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শুক্রবার রাজ্যের জলসম্পদ বিভাগের আট জন প্রকৌশলীকে বরখাস্ত করার ঘোষণা করেন। দিল্লির এএনএস কনস্ট্রাকশন এবং গোয়ালিয়রের সারথি কনস্ট্রাকশন, বাঁধ নির্মাণের সাথে যুক্ত দুটি কোম্পানিকে এই ঘটনার তদন্তের জন্য চার সদস্যের একটি প্যানেল গঠন করার পরে কালো তালিকাভুক্ত করার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাঁচ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দেওয়ার কথা ছিল।