Weather Update : পশ্চিমবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

Weather Update

আবার ঘনাতে চলেছে মেঘ। ফের ভিজবে রাজ্য। সঙ্গে বজ্র-বিদ্যুৎ। পূর্বাভাস (Weather Update) কেন্দ্রীয় আবহাওয়া দফতরের।

বিগত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল শীতের বেলায় ফের হতে ঝেঁপে বৃষ্টি। সরস্বতী পুজোর দিনেও বৃষ্টি হতে পারে এমনটাও কানাঘুষো। আপাতত ফেব্রুয়ারির ৪ তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। ৪ তারিখেই হতে পারে ভারী বৃষ্টি।

   

১ ফেব্রুয়ারি বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের পূর্বের রাজ্যগুলোতে। পরের দুই দিন জম্মু ডিভিশন, হিমাচল প্রদেশ, সর্বোপরি হিমালয়ের পশ্চিমের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরফও পড়তে পারে এই সময়কালে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়েও দু’তারিখে হতে পারে বৃষ্টি।

৩ এবং ৪ ফেব্রুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, উত্তর প্রদেশ এবং দিল্লির জন্য। এই একই সময়কালে এ রাজ্যেও আবহাওয়া বদলাতে শুরু করবে। বিহার, ঝাড়খণ্ড, সিকিম, পশ্চিমবঙ্গ এবং ওডিশায় ৩ ও ৪ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা। যার মধ্যে ৪ তারিখে এ রাজ্যে হতে পারে ভারী বৃষ্টি। ওডিশা এবং ঝাড়খণ্ডে হতে পারে শিলাবৃষ্টি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন