Heatwave Warning: ফের বাড়বে গরম! ৪০ ডিগ্রির গরমে নাজেহাল অবস্থা হবে আমজনতার

আজ সকাল থেকেই রাজ্যের (west Bengal) বিভিন্ন জায়গার আকাশ পরিষ্কার। বৃষ্টি তো দূর ! কোথাও মেঘের চিহ্নমাত্র নেই। এরই মধ্যে মোকার পরোক্ষ প্ৰভাবে আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ছুঁতে পারে চল্লিশ ডিগ্রিতে।

Weather Update

আজ সকাল থেকেই রাজ্যের (west Bengal) বিভিন্ন জায়গার আকাশ পরিষ্কার। বৃষ্টি তো দূর ! কোথাও মেঘের চিহ্নমাত্র নেই। এরই মধ্যে মোকার পরোক্ষ প্ৰভাবে আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ছুঁতে পারে চল্লিশ ডিগ্রিতে। ক্রমশ বাড়বে উত্তাপ (Heatwave Warning)। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবার থেকে অস্বস্তিকর অবস্থা আরও বাড়বে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোনও ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। বরং ক্রমশ বাড়বে তাপমাত্রা। মোকার পরোক্ষ প্রভাবে হাওয়ার গতিপথ পরিবর্তন হবে। মঙ্গলবার থেকেই সেই পরিবর্তন অনুভব করবে সাধারণ মানুষ। আগামী ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। কলকাতায় তাপমাত্রা মঙ্গল ও বুধবার ৩৯ ডিগ্রিতে ছুঁতে পারে। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের পারদ ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে। তবে আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।

এরই মধ্যে উত্তরবঙ্গে পার্বত্য এলাকা গুলিতে বৃষ্টি চলবে। আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা যেমন উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বৃষ্টির কোনও সম্ভাবনা আপতত নেই। ক্রমশ বাড়বে তাপমাত্রা। অন্যদিকে কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে। বুধবার শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে, এমনটাই দাবি করছে হাওয়া অফিস।

আজকের তাপমাত্রা: আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৩৪ থেকে ৮৮ শতাংশ।

ঘূর্ণিঝড় মোকা ক্রমশ উদ্যোগ বাড়াচ্ছে। সোমবার নিম্নচাপে পরিণত হওয়ার পর জানা যাবে কোন পথে যাবে সাইক্লোন। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর থেকেই এটি ক্রমশ দিক পরিবর্তন করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। মোকার প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের সতর্ক করা হয়েছে।

অন্যদিকে গত শনিবার থেকেই ঘামছে কলকাতা। রবিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার। চড়া রোদে প্রায় নাজেহাল অবস্থা শহরবাসীর। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী বুধ-বৃহস্পতিবার পর্যন্ত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বরং মোকার পরোক্ষভাবে অস্বস্তিকর অবস্থা আরও বাড়বে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।