Heatwave: নেই ফ্যান, এসি, স্কুলে গিয়ে অসুস্থ একাধিক পড়ুয়া

তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। এদিকে রেকর্ড গরমের সাক্ষী থেকেছে উত্তরের শিলিগুড়ি। বলা হচ্ছে, বিগত ৫০ বছরে এমন গরম পড়েনি শিলিগুড়িতে যা এবারে পড়েছে। এদিকে এই…

Heatwave: নেই ফ্যান, এসি, স্কুলে গিয়ে অসুস্থ একাধিক পড়ুয়া

তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। এদিকে রেকর্ড গরমের সাক্ষী থেকেছে উত্তরের শিলিগুড়ি। বলা হচ্ছে, বিগত ৫০ বছরে এমন গরম পড়েনি শিলিগুড়িতে যা এবারে পড়েছে। এদিকে এই গরমের মধ্যেই চলছে স্কুল। তবে অভিযোগ, প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে পড়লেন স্কুলের বাচ্চারা।

অভিভাবকদের অভিযোগ অধিকাংশ বাচ্চাই স্কুলে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। এমনকি স্কুল বাসে নেই পর্যাপ্ত হাওয়া, নেই ভালো ফ্যান, এসি। । এক অভিভাবকের বক্তব্য, ‘এইসব আমরা কিছুই জানি না, দিদিমনি সব জানেন। এই অসহ্য গরমে প্রায় সাত ঘন্টা স্কুলে থেকে বাচ্চারা আর নড়তেই পারছে না,তার উপরে তাদের পিঠে থাকছে ভারী ব্যাগ।’ শিলিগুড়িতে একমাত্র জিডি গোয়েঙ্কা ছাড়া আর কোনো স্কুলে ফ্যান কিংবা এসি নেই। এই নিয়ে অভিভাবকদের ক্ষোভ ক্রমেই বাড়ছে।

   

অভিভাবকরা জানাচ্ছেন, দিনের পর দিন টাকা দিয়ে যাচ্ছেন তারা,চাইলে আরো বেশীই দেবেন, তবে তারা বুঝতেই পারছেন না, কী করে স্কুল কর্তৃপক্ষ শিশুদের শারীরিক অবস্থা নিয়ে এত উদাসীন হন। এতক্ষন বাসে থাকা, তার উপরে রাস্তায় যানযট হলে তো কথাই নেই। গরম নিয়ে শিলিগুড়ির অভিভাবকদের আসোসিয়েসনের দু-এক দিনের মধ্যে বসবার কথা রয়েছে।

Advertisements