ফের একবার ভয়ঙ্কর তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি করল আইএমডি। বাংলা সহ দেশের একের পর এক রাজ্যে নতুন করে ব্যাপক গরমের পূর্বাভাস জারি করা হল হাওয়া অফিসের তরফে।
আজ শুক্রবার ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি এবং রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী ২০ মে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, গুজরাট, সৌরাষ্ট্র ও কচ্ছের কয়েকটি জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এই তাপপ্রবাহের পরেই জর তাপমাত্রা কমবে, সেটাও জানাতে ভোলেননি আবহাওয়া বিজ্ঞানীরা। সেইসঙ্গে বর্ষাও যে এই বছর সময়ের আগে ঢুকবে সেটাও হাওয়া অফিস জানিয়ে দিয়েছে।
এই মুহূর্তে ভারতের একাধিক রাজ্যের মানুষ প্রচণ্ড গরমের সম্মুখীন হচ্ছেন। এমন পরিস্থিতিতে স্বস্তির খবর দিয়েছে আইএমডি। আইএমডি অনুসারে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ৩১ মে নাগাদ কেরালায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে, ২২ টি রাজ্য পেরিয়ে অবশেষে রাজস্থানে পৌঁছাবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১০টি রাজ্যেও তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৪ দিন পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলায় তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকবে কেরল থেকে। এরপর এটি উত্তর দিকে অগ্রসর হয়। জেনে নিন কবে কোন সময়ের মধ্যে কোন রাজ্যে বর্ষা ঢুকবে। জানা যাচ্ছে, ১ থেকে ৩ জুন কেরালায়, ১ থেকে ৫ জুন তামিলনাড়ুতে, অন্ধ্রে ৪ থেকে ১১ জুন, কর্ণাটকে ৩ থেকে ৮ জুন, বিহারে ১৩ থেকে ১৮ জুন, ঝাড়খণ্ডে ১৩ থেকে ১৭ জুন, ৭ থেকে ১৩ জুন পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়ে ১৩ থেকে ১৭ জুন, গুজরাটে ১৯ থেকে ৩০ জুন, মধ্যপ্রদেশে ১৬ থেকে ২১ জুন, ৯ থেকে ১৬ জুন মহারাষ্ট্রে, ৫ জুন গোয়ায়, ওড়িশায় ১১ থেকে ১৬ জুনের মধ্যে বর্ষা ঢোকার সম্ভাবনা।