Bangaon: স্কুল শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টায় শ্রীঘরে প্রধান শিক্ষক

এবার এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল প্রধান শিক্ষককে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বনগাঁয় (Bangaon)।

জানা গিয়েছে, কালুপুর আনন্দ সংঘ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অক্ষয় কুমার বিশ্বাস (৪০)-এর বিরুদ্ধে ওই স্কুলের সহ শিক্ষিকা গত ২০২১ সালের ৬ অক্টোবর ধর্ষণের চেষ্টা, হুমকি দেওয়া, আর্থিক প্রতারণা লিখিত অভিযোগ দায়ের করেন বনগাঁ থানায় । পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত প্রধান শিক্ষকের খোঁজে তল্লাশি শুরু করে । এরপর বনগাঁ থানার পুলিশ বুধবার রাতে বনগাঁর চাঁপাবেড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে ওই প্রধান শিক্ষক অক্ষয় কুমার বিশ্বাসকে । বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন