‘চায়ে পে চর্চা’য় সমস্যা মিটুক! রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর মমলায় পরামর্শ হাই কোর্টের

কলকাতা: বিধায়কদের শপথগ্রহণকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে জড়িয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা…

short-samachar

কলকাতা: বিধায়কদের শপথগ্রহণকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে জড়িয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাও-এর এসজাসে মামলা উঠলে তিনি বলেন, এই ধরনের আইনি বিরোধ মোটেই কারও জন্য সুখকর নয়। তিনি দুই পক্ষকে চায়ের টেবিলে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের করার পরামর্শ দেন।

   

লোকসভা নির্বাচনের সময় বাংলার দুটি বিধানসভার আসন, বরানগর ও ভগবানগোলা, উপনির্বাচনের আওতায় ছিল। সেখানে জয়ী হন তৃণমূলের দুই প্রার্থী। এর পরই শপথগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়। বিশেষ করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের আরও তিন সদস্য রাজ্যপালের ভূমিকার বিরুদ্ধে সমালোচনা করেছিলেন। এর পর রাজ্যপাল, মুখ্যমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও মন্তব্য করেন, বিষয়টি আইনি পথে না গিয়ে চায়ে পে চর্চার মাধ্যমে সমাধান করা যেতে পারে। তবে তিনি স্পষ্ট করেন যে, আপাতত এটি শুধুমাত্র মৌখিক পরামর্শ এবং প্রয়োজন হলে আদালত নির্দেশনা দিতে পারে।

মুখ্যমন্ত্রীর এক আইনজীবী এ ব্যাপারে মন্তব্য করেন, আদালতের পরামর্শে তাঁদের কোনো সমস্যা নেই, তবে বিষয়টি নির্দেশনামায় উল্লেখ করা হলে তা ভালো হবে। এদিকে, মুখ্যমন্ত্রীর আরেক আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “চায়ে পে চর্চায় কোনো সমস্যা নেই, কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের আরও সহনশীল হওয়া প্রয়োজন।”

পাল্টা, রাজ্যপালের আইনজীবীও এই পরামর্শের প্রতি তাদের মতামত তুলে ধরেন। মামলার পরবর্তী শুনানি আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।