কলকাতা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক হত্যার ঘটনার রেষ এখনও কাটেনি। উত্তর ২৪ পরগণার হাসনাবাদে (Hasanabad) মহিলা রোগীর উপর শারীরিক নির্যাতনের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি।হাসনাবাদ কাণ্ডে (case) চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, অশ্লীল ভিডিও করে ব্ল্যাকমেইল (Blackmail), চার লক্ষ টাকা দাবি (four lakh demand) করেন অভিযুক্ত। ২৬ বছর বয়সী এক মহিলা রোগীকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্ত মহিলাকে নেশাজাতীয় ইনজেকশন দেয় এবং যৌন নির্যাতনের ভিডিওও তৈরি করে। অভিযোগ উঠছে যে তিনি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার হুমকিও দিয়েছিলেন এবং ওই মহিলার থেকে ৪ লাখ টাকা দাবি করেছিলেন এবং ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করেছে বলে অভিযোগ।
নির্যাতিত ওই মহিলা নূরে আলমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসে যখন মহিলাটি তার স্বামীর সঙ্গে চলতি সপ্তাহের শুরুতে হাসনাবাদ (Hasanabad) থানায় অভিযুক্ত নুর আলম সরদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে নগরীর বরুণহাট এলাকায় তার ক্লিনিক বা বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ অভিযুক্তকে আদালতে হাজির করে, অভিযুক্তকে চারদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। গত মাসে, পশ্চিমবঙ্গ সরকার সর্বসম্মতিক্রমে একটি নতুন বিল অনুমোদন করেছে যাতে ধর্ষণ এবং হত্যার সঙ্গে জড়িত মামলায় মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করে।