Hsnskhali Rape: অভিযুক্তর সামনেই হুমকি দেয় পুলিশ, আদালতে জানাল নির্যাতিতার পরিবার

Hanskhali rape case

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে হাঁসখালির (Hanskhali rape) নির্যাতিতার পরিবারের অভিযোগ, ভয়াবহ ঘটনার পর বারবার থানায় গেলেও অভিযোগ জমা নেওয়া হয়নি। আরও অভিযোগ মূল অভিযুক্তর সামনে পুলিশ হুমকি দেয়। এমনই মর্মে সোমবার লিখিত অভিযোগ দায়ের করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

অভিযোগ, হাঁসখালি গণধর্ষণ মামলায় জড়িত স্থানীয় তৃ়নমূল কংগ্রেস নেতার পুত্র। আরও অভিযোগ, নির্যাতিতার বাবাকে জিজ্ঞাসাবাদ করার সময়েও অভিযুক্তদের সামনে বসিয়ে রেখেছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। নির্যাতিতার পরিবার জানিয়েছেন পুলিশ সুপারকে জানিয়েও কোনও লাভ হয়নি।

   

এদিন আইনজীবী সুস্মিতা দত্ত বলেন, থানার আইসি এবং সেকেন্ড অফিসারকে সরিয়ে দেওয়ার জন্য তিনি নিজের আবেদন জানিয়েছেন। নির্যাতিতার মা-বাবা তাদেরন অভিযোগ সরাসরি আদালতকে জানাবেন বলেই আজ হাজিরা দিয়েছেন।

আরও এক আইনজীবী ফিরোজ এডুলজি এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবী করেন। তাঁর বক্তব্য, আমি ১ কোটি টাকা ক্ষতিপূরনের আবেদন জানাচ্ছি। ২০১৫ সালের সুপ্রিম কোর্টে নির্দেশে বলছে, আদালত ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারে। আদালত জানিয়েছে, তিন সপ্তাহের মধ্যে এবিষয়ে রাজ্যকে লিখিত হলফনামা জমা দিতে হবে। স্টেট লিগাল সার্ভিস অথরিটিকেও তার কপি দিতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন