রাজ্য সরকার ও নির্বাচন কমিশন কেন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চাালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এর পরেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করলেন রাজ্যপাল রাজীব সিনহাকে।
জরুরি ভিত্তিতে রাজীব সিনহাকে ডেকেছেন রাজ্যপাল। জানা যাচ্ছে, কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ চ্যালেঞ্জ করছে কমিশন তা বিশদে জানতে চান রাজ্যপাল।
পঞ্চায়েত ভোটে রক্তাক্ত মনোনয়ন পর্ব চলে। ভোটে নিরাপত্তার জন্য রাজ্য জুড়ে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।