আকাশছোঁয়া বাজারদর! সবজির দাম দেখতে এলেন রাজ্যপাল

অগ্নিমূল্য শাক-সবজি। মধ্যবিত্তদের হাতে ছেঁকা খাওয়ার জোগাড়! রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অভিযান সত্ত্বেও, বাজারে সবজির দাম আকাশছোঁয়া। প্রসঙ্গত, সোমবার টাস্ক ফোর্সের প্রতিনিধিরা বিক্রেতাদের জানান, কাঁচা…

অগ্নিমূল্য শাক-সবজি। মধ্যবিত্তদের হাতে ছেঁকা খাওয়ার জোগাড়! রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অভিযান সত্ত্বেও, বাজারে সবজির দাম আকাশছোঁয়া।

প্রসঙ্গত, সোমবার টাস্ক ফোর্সের প্রতিনিধিরা বিক্রেতাদের জানান, কাঁচা লঙ্কার দাম কেজি প্রতি ৩০০ টাকা নয়, বিক্রি করতে হবে ১০০ টাকায়। সোমবার ১৬টি বাজার পরিদর্শন করেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। আজ, মঙ্গলবার শিয়ালদার কোলে মার্কেটে সব দিক খতিয়ে দেখে মুখ্যসচিবকে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স।

   

মানিকতলা বাজারে, বেগুন এবং টমেটো ১৫০ টাকা কেজি। উচ্ছে, করলা, বরবটি ১০০ টাকা। ঢ্যাঁড়শ, শশা পটল ৮০ টাকা। লঙ্কা ২০০ থেকে ৩০০ টাকা প্রতি কেজি।

উল্লেখ্য,সোমবার নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভবানীপুরে যদুবাজারের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।

<

p style=”text-align: justify;”>সোমবার বাসন্তী থেকে ফেরার পথে, ভাঙড়ে আচমকা গাড়ি থামাতে বলেন সিভি আনন্দ বোস। নেমে পড়েন পাগলাহাটের বাজারে। সবজির দাম জিজ্ঞাসা করেন। শহরতলি ও শহরের বাজারে সবজির দামের ফারাক কত দেখতে কলকাতায় ফিরে রাজ্যপাল যান পোদ্দার কোর্টের টেরিটি বাজারে।