Mohun Bagan SG: দারুণ সম্ভাবনাময় নম্বর নাইনের জন্য ঝাঁপাতে পারে মোহনবাগান!

বর্ষাকালে বৃষ্টি নেই, জলে টইটুম্বুর হয়নি সব নদী। তাতেও তরতরিয়ে চলেছে পালতোলা নৌকা (Mohun Bagan SG)। আগামী দিনের কথা ভেবে রসদ সংগ্রহের ব্যাপারে শুরু করে দিয়েছে ভাবনা চিন্তা।

THANGLALSOUN GANGTE

বর্ষাকালে বৃষ্টি নেই, জলে টইটুম্বুর হয়নি সব নদী। তাতেও তরতরিয়ে চলেছে পালতোলা নৌকা (Mohun Bagan SG)। আগামী দিনের কথা ভেবে রসদ সংগ্রহের ব্যাপারে শুরু করে দিয়েছে ভাবনা চিন্তা। বড় মাছের পাশাপাশি সবুজ মেরুন জালে উঠতে পারে ভবিষ্যতের সম্ভাবনা।

মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কাদের। বড় বাজেটের দল গড়লেও এটিকে মোহন বাগানের সেই অর্থে ছিল না কোনো যুব দল । এই পরিস্থিতি বদল করতেও মরীয়া ম্যানেজমেন্ট। গত মরসুম থেকে জোর কদমে শুরু হয়েছিল ভবিষ্যতের দল গড়ার উদ্যোগ। সিনিয়র দলের হেড কোচ হুয়ান ফেরান্দকে সামনে রেখে সল্টলেকের মাঠে হয়েছিল শিবির। সেখানে এক ঝাঁক উঠতি প্রতিভা দিয়ে গিয়েছিলেন ট্রায়াল।

সম্প্রতি শোনা গিয়েছে THANGLALSOUN GANGTE নামের এক তরুণ ফুটবলারের কথা। তাকে নিজেদের দলে সামিল করতে নাকি আগ্রহী মোহন বাগান সুপার জায়ান্ট। ভারতের আগামী দিনের তারকা হওয়ার সবরকম সম্ভাবনা রয়েছে এই ছেলেটির মধ্যে। দেশের বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে প্রচুর গোল করেছেন ইতিমধ্যে। প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখতে গঙ্গতে বেশ দক্ষ। সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকতে পারেন ৯ নম্বর জার্সিধরী এই ফরোয়ার্ড। প্লেসমেন্ট ভালো। ভালো গোল চেনেন।

সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গঙ্গতের জন্ম ২২ এপ্রিল ২০০৬ সালে। মণিপুরের এই ফুটবলার যুক্ত রয়েছেন সুদেভা দিল্লি এফসির সঙ্গে। এছাড়াও জানা গিয়েছে যে, মাত্র পনেরো বছর বয়সে ফুটসল খেলার জন্য সুদেভা তাকে পছন্দ করেছিল। এরপর থেকেই ওপরের দিকে উঠতে শুরু করে তার কেরিয়ার গ্রাফ।