দেগঙ্গায় বোমা হামলায় মৃত ছাত্রের পরিবারের সাথে রাজ্যপালের কথা

সিপিআইএম ও আইএসএফ যৌথভাবে হামলা করেছিল বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ।

দেগঙ্গায় প্রতিহিংসায় নিহত পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল (CV Anaand Bose) সিভি আনন্দ বোস। রাজভবন থেকে ফোন করে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল।

নিহতের বাবা ও কাকার সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন। নাবালক ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই পরিবার।রাজ্যপাল তাদের আশ্বস্ত করে জানিয়েছেন, কোনরকম সমস্যা ও প্রয়োজন হলে তারা যেন রাজ্যপালকে ফোন করে জানায়।

   

এর আগেও একের পর এক সন্ত্রাসপূর্ণ এলাকায় রাজ্যপাল পৌঁছেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার ফের উত্তপ্ত গোটা দেগঙ্গা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যপাল পৌঁছতে পারে ঘটনাস্থলে।

দেগঙ্গায় তৃণমূল ও আইএসঅফ সংঘর্ষে বোমা মেরে খুন করা হ ওই ছাত্রকে। তীব্র উত্তেজনা চলছে দেগঙ্গায়। বুধবার রাত থেকে চলছে সংঘর্ষ। বৃহস্পতিবার সকালেও তীব্র উত্তেজনা। রাত থেকে চলছে ধরপাকড়। একাধিক ধৃত।

নিহত ছাত্রকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে তৃ়ণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, সিপিআইএম ও আইএসএফ যৌথভাবে হামলা করেছিল মিছিলে। বাড়ির ছাদ থেকে বোমা মারা হয়। সেই বোমায় আহত হয়ে মারা যায় ওই ছাত্র।  তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বাম শিবির।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন