HomeWest BengalPanchayat Election: বাংলার ভোট হিংসা দেখে স্তম্ভিত বাংলার লাটসাহেব

Panchayat Election: বাংলার ভোট হিংসা দেখে স্তম্ভিত বাংলার লাটসাহেব

- Advertisement -

গ্রাউন্ড জিরোর রাজ্যপাল হতে চান বোস। ভোটের (Panchayat Election) দিন সেই ভূমিকায় দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (Governor CV Anand Bose)। ভোট শুরুর আগেই বেরিয়ে পড়েছিলেন রাজভবন থেকে। সকাল ছটা নাগাদ। তিনি বলছেন, ‘ভেরি ডিসটার্বিং।’ ‘সাধারণ মানুষ শুধু একটু শান্তিতে, সম্মানের সঙ্গে বাঁচতে চায়। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা মোটেই সুখকর নয়। হিংসার জন্য একেবারে মেনু তৈরি করে ফেলা হয়েছে।

যারা অশান্তি পাকাচ্ছে, তারা একেবারে মেনু তৈরি করে ফেলেছে। কী চাই! খুন চাইলে খুন, ছুরিকাঘাত চাইলে ছুরিকাঘাত, বুলেট চাইলে বুলেট। যেন বেছে নেওয়ার অপশন করে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি কারও পক্ষেই সুখকর নয়।’

   

আনন্দ বোস বলছেন, ‘আমি দেখলাম, যাঁরা মারা যাচ্ছেন… তাঁরা অত্যন্ত গরিব। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরাও অত্যন্ত গরিব ঘরের। কিন্তু ঘটনার সময়ে কোনও নেতা সেখানে নেই।’

বাংলার সামগ্রিক ভোটচিত্র দেখে রাজ্যপালের বলেছেন, ‘আমাদের উচিত দারিদ্র দূর করা। কিন্তু তা না করে, আমরা দরিদ্রদের মারার চেষ্টা করছি। বাংলা এটা চায় না, এটা বাংলার প্রাপ্য নয়।’

রাজভবনে যে পিস রুম চালু করা হয়েছে, তা শুধু ভোটের জন্য নয়। সমাজে শান্তি বজায় রাখতে এটা আগামী দিনেও চালু থাকবে বলে জানালেন রাজ্যপাল বোস।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular