গণনার দিন রাজভবনে বিরাট উদ্যোগ রাজ্যপালের! রাজ্যবাসীর কাছে কী আবেদন আনন্দ বোসের?

   মঙ্গলবার সকাল ৮টা থেকে লোকসভা ভোটের গণনা। ভোটের ফল ঘিরে রাজ্যে অশান্তির আশঙ্কা রয়েছে। যা ঠেকাতে মরিয়া রাজভবন। গণনার দিন তাই রাজভবনেই খোলা হচ্ছে…

governor c v ananda bose lok sabha election counting raj bhavan peace room
  

মঙ্গলবার সকাল ৮টা থেকে লোকসভা ভোটের গণনা। ভোটের ফল ঘিরে রাজ্যে অশান্তির আশঙ্কা রয়েছে। যা ঠেকাতে মরিয়া রাজভবন। গণনার দিন তাই রাজভবনেই খোলা হচ্ছে পিস রুম। রাজ্যপাল সি ভি আনন্দ বোস এক ভিডিও বার্তায় সোমবার জানিয়েছেন যে, ২৪ ঘণ্টার জন্য খোলা থাকবে ওই পিস রুম। বঙ্গবাসীর কাছে তাঁর আবেদন, কোথাও কোনও গোলমাল বা হিংসার ঘটনা ঘটলে, সেটা দ্রুত পিসরুমে ফোন করে যেন জানানো হয়।

রাজ্যপাল বোসের কথায়, ‘ভোট-গণনার সময়ের পরিস্থিতির সুযোগ নিয়ে সমাজে অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে কিছু দুষ্কৃতী ও গ্যাংস্টার। সেদিকে আমাদের কড়া নজর রাখতে হবে। যে কোনও ধরনের অশান্তি পাকানোর চেষ্টা হলে, তা রিয়েল টাইম বেসিসে রাজভবনের পিস রুমে জানান। রাজভবনের পিস রুম ২৪ ঘণ্টা খোলা রয়েছে। অশান্তি নির্মূল করতে রাজভবন প্রস্তুত রয়েছে।’

   

Rekha Patra: ভোট গণনার আগের দিনই রেখা পাত্রের বিরাট স্বস্তি, সৌজন্যে কলকাতা হাইকোর্ট

রাজভবনে পিস রুম এই প্রথম নয়। অতীতে পঞ্চায়েত নির্বাচনে সময় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি ও হিংসার অভিযোগ উঠে এসেছিল। সেই সময়েও সক্রিয় ভূমিকা দেখা গিয়েছিল রাজভবনের পিসরুমের। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে যখনই কোনও অভিযোগ গিয়েছে রাজভবনে, সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ-প্রশাসনকে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজভবনের পিসরুম থেকে। এবারের ভোট মোটের উপর শান্তিপূর্ণ হলেও, শেষ দফার নির্বাচনে বেশ কিছু অশান্তির অভিযোগ উঠে এসেছে। তার মধ্যে অন্যতম হল সন্দেশখালি। বেশ কয়েকটি প্রাণহানিও হয়েছে। একুসের ভোচ পরবর্তী হিংসা এখনও টাটকা। ফলে ধুঁকি নিতে নারাজ রাজ্যপাল।