২৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ করবে রাজ্য! কারা পাবেন সুযোগ?

কলকাতা: ফের রাজ্যে শিক্ষক নিয়োগ৷ বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করা হবে। শুরু হয়েছে কাউন্সেলিং৷ ২৫০০-এরও বেশি শূন্যপদে শিক্ষক…

gov to recruit special educators

কলকাতা: ফের রাজ্যে শিক্ষক নিয়োগ৷ বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করা হবে। শুরু হয়েছে কাউন্সেলিং৷ ২৫০০-এরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য৷ (gov to recruit special educators)

স্পেশ্যাল এডুকেটর নিয়োগ gov to recruit special educators

এই প্রথম রাজ্য বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য শিক্ষক পদে নিয়োগ করা হবে৷ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ করা হবে বলে নবান্ন সূত্রে খবর৷ প্রাথমিক থেকে শুরু করে নবম-দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর দায়িত্ব দেওয়া হবে তাঁদের৷ স্পেশ্যাল এডুকেটর নিয়োগের জন্য নিয়োগ বিধিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তবে রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত বিএড করা থাকলে তবেই আবেদন করতে পারবেন প্রার্থীরা৷ 

   

 

তবে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য এতদিন নির্দিষ্টভাবে কোনও শিক্ষক নিয়োগের পদ্ধতি ছিল না এ রাজ্যে। ফলে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের সামনে সর্বদাই চ্যালেঞ্জ থাকত৷ এবার তাঁরা কিছুটা স্বস্তি পাবেন৷

বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীর পড়ানোর দায়িত্ব gov to recruit special educators

কোনও স্কুলে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী থাকলে, তাদের পড়ানোর দায়িত্ব বর্তাবে এই স্পেশাল এডুকেটরদের উপরেই ৷ একই এলাকায় অন্যান্য স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা থাকলে, সেই সব স্কুলেওর ওই পড়ুয়াদের পড়াতে হবে স্পেশ্যাল এডুকেটরদের৷ তবে এই ধরনের পদ নতুনভাবে চালু করা হবে বলে, বিধানসভায় বিল পাশ করতে হবে৷

 

গত জুন মাসে কলকাতা হাইকোর্ট বিশেষভাবে সক্ষমদের কথা বিবেচনা করে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে স্পেশাল এডুকেটর নিয়োগের নির্দেশ দিয়েছিল৷ তার পরই এই পদক্ষেপ৷ 

 

West Bengal: west Bengal to hire special educators for upper primary schools, addressing over 2500 vacancies. First-time recruitment for students with disabilities follows the High Court’s directive. Candidates with RCI-approved B.Ed can apply. Counselling begins.