Howrah-Kharagpur: লাইনচ্যুত মালগাড়ি! হাওড়া-খড়গপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল

সাতসকালে হাওড়া-খড়গপুর (Howrah-Kharagpur) শাখায় লাইনচ্যুত মালগাড়ি। প্রায় ১ কিলোমিটার ট্রেন লাইনচ্যুত হয়ে চলতে থাকে বলে খবর। যার জেরে হাওড়া – খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ…

সাতসকালে হাওড়া-খড়গপুর (Howrah-Kharagpur) শাখায় লাইনচ্যুত মালগাড়ি। প্রায় ১ কিলোমিটার ট্রেন লাইনচ্যুত হয়ে চলতে থাকে বলে খবর। যার জেরে হাওড়া – খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে হাওড়া – খড়গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে। মালগাড়িটিকে লাইন থেকে সরানোর কাজ প্রক্রিয়া শুরু করেছে রেল। ঘটনার জেরে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।

জানা গিয়ছে, নন্দাইগাজন স্টেশনের কাছে এদিন লাইনচ্যুত হয় মালগাড়িটি। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। প্রায় ১ কিলোমিটার ট্রেন লাইনচ্যুত হয়ে চলতে থাকে। যার ফলে রেললাইনের পাতের নাট বোল্ট ও পাত টাইট রাখার রিং কেটে গিয়ে রেল চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। ইতিমধ্যে মালগাড়িটিকে সরানোর কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে।

তবে কী কারণে লাইনচ্যুত হল মালগাড়িটি, তা এখনও এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল। রেল পরিষেবা স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রেললাইন মেরামতির কাজ। এর জেরে পাঁশকুড়া-সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বহু ট্রেন। এদিকে পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে রেলযাত্রীদের।

উল্লেখ্য, বিগত দিনগুলিতে দেশ জুড়ে একাধিক জায়গায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতবছরই ২৬ ডিসেম্বর বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে যায় বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে আসানসোলের মেন লাইনে।