HomeTop StoriesDev VS Hiran: 'ও ক্রিমিনাল' বলেই মারাত্মক অভিযোগ, দেবের বিরুদ্ধে এফআইআর হিরণের!

Dev VS Hiran: ‘ও ক্রিমিনাল’ বলেই মারাত্মক অভিযোগ, দেবের বিরুদ্ধে এফআইআর হিরণের!

- Advertisement -

এবার লোকসভা ভোটে ঘাটালে তারকা যুদ্ধ। জোড়া-ফুলের প্রার্থী তথা বিদায়ী সাংসদের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন পদ্ম-ফুলের হিরণ। দুর্নীতি ইস্যুতে ইতিমধ্যেই একদা সহশিল্পী দেবকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন হিরণ। যা নিয়ে এতদিন তেমন কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূল প্রার্থী। তবে মঙ্গলবার বোমা ফাটিয়েছেন দেব। কেশপুরের মাটিতে দাঁড়িয়ে দেব জানিয়ে দেন, তাঁর কাছে খবর রয়েছে যে এক দলীয় কর্মীকে খুনের পরিকল্পনা করেছে বিজেপি। ষড়যন্ত্রকারীদের মধ্যে ঘাটালের বিজেপি প্রার্থীও রয়েছেন। ওই খুনের রাজনৈতিক ফায়দা তুলতেই তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবে বিজেপি।

দেবের এই অভিযোগ ঘিরে ভোটের বাংলায় শোরগোল পড়ে যায়।

   

এরপরই মুখ খোলেন দেবের প্রতিদ্বন্দ্বি তথা ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। অভিনেতা-সাংসদ দেবের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনলেন হিরণ। দেবকে ‘ক্রিমিনাল’ও বলেন। হিরণের দাবি, আসলে খুনের পরিকল্পনা করেছেন বিদায়ী সাংসদ এবং তাঁর দল তৃণমূল। আর এ নিয়েই বিজেপির তরফে থানায় এফআইআর করা হচ্ছে। দেবের বিরুদ্ধে নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী।

হিরণ বলেন, ‘আমরা এফআইআর করছি। আমি কেশপুরের বিজেপি কর্মীদের উদ্দেশে বলছি, সবাই নিশ্চিন্তে থাকুন। কারও দম নেই যে খুন করবে। এক জন সাংসদ এবং প্রার্থী খুনের পরিকল্পনা করছেন। বিজেপি কোনও খুনের পরিকল্পনা করবে কি ওঁকে জানিয়ে? এটা কি কোথাও হয়েছে? কেউ শুনেছেন পৃথিবীতে?’

দেবের দাবির বিরুদ্ধে নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের কাছেও আবদার করছে বিজেপি। দেবের গ্রেফতারিরও দাবি করা হচ্ছে। হিরণের কথায়, ‘আমরা আইনজীবীর সঙ্গে কথা বলছি। লজ্জার ব্যাপার হল ভারতবর্ষের প্রথম কোন প্রার্থী প্রকাশ্যে খুনের কথা বলছেন। আমি লজ্জিত এক জন শিল্পী হিসাবে। এক জন শিল্পী রাজনীতিতে চলে এলে তিনি যে খুনও করতে পারেন এবং প্রকাশ্যে সে সব নিয়ে বলতে পারেন, এটা শুনে আমি লজ্জিত।’

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular