Monday, December 8, 2025
HomeBusinessGerman Eye in Bengal: বঙ্গে বিপুল বিনিয়োগের ঘোষণা জার্মানির

German Eye in Bengal: বঙ্গে বিপুল বিনিয়োগের ঘোষণা জার্মানির

- Advertisement -

German Companies Eye Expansion in Bengal: ভারতে ব্যবসা বাড়ানোর ঘোষণা জার্মানির। এবার তাঁদের লক্ষ্য পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্য। হাজার হাজার কোটির বিনিয়োগ হবে বলে জানান ইন্দো-জার্মান চেম্বার অফ কমার্সের ডিরেক্টর টম রিনার।

ইতিমধ্যেই ভারতের মাটিতে জার্মানির অনেক সংস্থা ব্যবসা করছে। টম রিনারের মতে এই সংখ্যা দুই হাজার। ভারতের ২ হাজার জার্মান সংস্থায় প্রত্যক্ষভাবে প্রায় ৪ লক্ষ কর্মসংস্থান হয়েছে।

   

ভারতের মাটিতে ইঞ্জিনিয়ারিং এবং কৃষিজাত পণ্য, প্ল্যাস্টিক, রসায়নিক, ওষুধসহ নানা শিল্পে বিনিয়োগ করেছে জার্মানির সংস্থা। এই পরিধি এবার বাড়তে চলেছে। আরও নতুন সংস্থা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্য।

টম রিনার জানিয়েছেন যে নতুন করে ১৫০টি জার্মান কোম্পানি ভারতে বিনিয়োগ করবে। পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের সব রাজ্যেই লগ্নি করা হবে। বিভিন্ন ধরনের প্রকল্পে বিনিয়োগ করা হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular