General Diary: জেনে নিন কিভাবে বাড়িতে বসে করবেন জিডি, সাথে পাবেন জেনারেল ডায়েরির নম্বরও

বর্তমান সময়ে বিভিন্ন কারনে আমাদের জিডি (General Diary) বা সাধারণ ডায়েরি করার প্রয়োজন পড়ে। পূর্বে সাধারণ ডায়েরি (General Diary) করার জন্য থানায় যেতে হলেও এখন…

GDE

বর্তমান সময়ে বিভিন্ন কারনে আমাদের জিডি (General Diary) বা সাধারণ ডায়েরি করার প্রয়োজন পড়ে। পূর্বে সাধারণ ডায়েরি (General Diary) করার জন্য থানায় যেতে হলেও এখন আপনি জেনে খুশি হবেন যে,  ঘরে বসে মোবাইল ফোন দিয়েই অনলাইনে জিডি (General Diary) করা যায়। জিডি করার জন্য আপনাকে থানায় যেতে হবে না। জিডির বর্তমান অবস্থা পরবর্তীতে দেখতেও পারবেন। মোবাইল ফোন, আধার কার্ড, ভোটার কার্ড, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ল্যাপটপ হারিয়ে গেলে জেনারেল ডায়েরি (General Diary) করতে আর থানায় যেতে হবে না।

সাধারণ মানুষের সুবিধার জন্য e-GDE (General Diary) পরিষেবা চালু করতে চলেছে হুগলি গ্রামীন পুলিশ কমিশনারেট। এই পরিষেবা পাওয়া যাবে আগামী ৭ জুলাই থেকে। হুগলি গ্রামীন পুলিশের অধিনে থাকা প্রতিটা থানায় এই পরিষেবা চালু করা হচ্ছে। তবে অনলাইনে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে জেনারেল ডায়েরির(General Diary) এন্ট্রি নম্বর পেয়ে যাবে সাধারণ মানুষ। এছাড়া মেডিক্লেম হোক বা মিউটেশন একাধিক অভিযোগের জিডি (General Diary) অনলাইনের মাধ্যমেই হবে।

   

বাড়ি থেকে আপনি আধারকার্ড, ATM কার্ড, ব্যাঙ্কের পাস বই, জন্ম-সার্টিফিকেট,কেডিপি/ এনএসসি, ল্যাপটপ, এলআইসি পলিসি, মেডিক্লেইম, মোবাইল ফোন, মিউটেশন সার্টিফিকেট, গাড়ির নম্বরপ্লেট, অফিস আইডি কার্ড, প্যান কার্ড, জমির পরচা, পাসপোর্ট, বাসের পাস, মৃত্যু-সার্টিফিকেট, ডঙ্গল, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত-শংসাপত্র, বিদ্যুৎ বিল, ব্যাঙ্ক লকারের চাবি, রেলের পাস, রেশন কার্ড, শেয়ারের সার্টিফিকেট, সিমকার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, ট্যাবলেট, ট্যাক্সের রসিদ ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে জিডি (General Diary) করা যাবে।

জেনারেল ডায়েরি করার পদ্ধতিঃ-

বাড়িতে বসে ই-জিডি (General Diary) করতে https://egd.hooghlyruralpd.in/ যেতে হবে। এ ছাড়াও hooghlyrurslpolice.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে একবারই রেজিস্ট্রেশন করার পর অনলাইনেই জেনারেল ডায়েরি (General Diary) করতে পারবে সকলে।