‘পরীক্ষা ভালো হয়েছে’ জানিয়ে আত্মহত্যা করল মাধ্যমিক পরীক্ষার্থী, গারুলিয়ায় শোকের ছায়া

সোমবার মাধ্যমিকের বাংলা পরীক্ষা দিয়ে খোশমেজাজে বাড়ি ফেরার পর, এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ বছর বয়সী দ্বীপ সূত্রধরের। মঙ্গলবার ইংরেজি পরীক্ষার জন্য প্রস্তুতিও সারছিল…

garuliya madhyamik student suicide

সোমবার মাধ্যমিকের বাংলা পরীক্ষা দিয়ে খোশমেজাজে বাড়ি ফেরার পর, এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ বছর বয়সী দ্বীপ সূত্রধরের। মঙ্গলবার ইংরেজি পরীক্ষার জন্য প্রস্তুতিও সারছিল একাধারে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে।

সূত্রে জানা গিয়েছে, দ্বীপ সূত্রধর গারুলিয়ার ১৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগর বি-ব্লক এলাকার বাসিন্দা। সোমবার বাংলা পরীক্ষা দেওয়ার পর ভালো ফল হওয়া নিয়ে সন্তুষ্ট ছিল ওই ছাত্র। সে তার বাবা-মাকেও জানিয়েছিল, “পরীক্ষা ভালো হয়েছে”। এরপর, মঙ্গলবার ইংরেজি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এই সময় তাঁর বাবা-মা ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলেন এবং সেই সময় বাড়িতে একাই ছিল দ্বীপ।

   

কিন্তু, কয়েক ঘণ্টা পর বাড়ি ফিরে গিয়ে বাবা-মা দেখতে পান যে, ছেলে ছাদের সিঁড়ির ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। হতবাক হয়ে তাঁরা দ্রুত উদ্ধার করে বারাকপুর হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দ্বীপ কোন মানসিক চাপের কথা কখনোই বলেনি এবং তার আচরণেও কোনো অস্বাভাবিকতা ছিল না। তার মৃত্যু, বিশেষ করে পরীক্ষার দিনে, পরিবারের কাছে এক অপ্রত্যাশিত ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। এলাকাবাসী এবং বন্ধু-বান্ধবীরা দ্বীপের মৃত্যুতে গভীর শোক ও ধোঁয়াশা প্রকাশ করেছেন। স্কুল কর্তৃপক্ষ তাঁর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

Advertisements

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, মৃত ছাত্রের পরিবারের বক্তব্য এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে ঘটনার প্রকৃতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হবে। তদন্তের পরবর্তী পদক্ষেপ হিসেবে আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ থাকলে তা খুঁজে বের করার চেষ্টা করা হবে।

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News