Gangasagar : নোনা জল দূর কি বাত, ডাঙাতেই করোনা-‘উৎসব’

করোনা আশঙ্কা উড়িয়ে ঢল নেমেছে মেলা প্রাঙ্গনে (Gangasagar)। নোনা জলে নামার আগেই স্থলভাগে লাখোলাখো মানুষের ভিড়। চলছে উৎসব। দেশজুড়ে বাড়ছে করোনা (Covid19) আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান…

Gangasagar

করোনা আশঙ্কা উড়িয়ে ঢল নেমেছে মেলা প্রাঙ্গনে (Gangasagar)। নোনা জলে নামার আগেই স্থলভাগে লাখোলাখো মানুষের ভিড়। চলছে উৎসব।

দেশজুড়ে বাড়ছে করোনা (Covid19) আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী, অতিমারির তৃতীয় ঢেউয়ের আগে পথ দেখাচ্ছে বাংলা (West Bengal)। কিন্তু তাতে কুছ পরোয়া নেহি। সাগরের নোনা জলে ডুব দিতে পারলেই কেল্লা ফতেহ। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যত পাপ। নোনা জলের মহিমায় করোনাও কুপোকাত, রাজ্য সরকারের পক্ষ থেকেই জানানো হয়েছে এমনটা।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে দেওয়া কোভিড পরিসংখ্যা অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৬৭ জন মানুষ। যা তার আগের দিনের আক্রান্তের তুলনায় ১ হাজার ৩১২ জন বেশি। এদিন পজিটিভি রেটও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বুধবার বাংলায় পজিটিভিটির রেট ছিল ৩০.৮৬ শতাংশ। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ৩২.১৩ শতাংশ। শুক্রবারের সর্বশেষ আপডেট, দেশে পজিটিভিটির হার ১৪.৭৮ শতাংশ। সেখানে এ রাজ্যে ৩০-এর ওপর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, করোনা প্রতিরোধে তৎপর রাজ্য সরকার। সাগর দ্বীপে মেনে চলা হবে করোনা বিধি-নিষেধ। কিন্তু সংবাদমাধ্যমের হাতে এসে পৌঁছানো টাটকা ছবি দেখে ধাঁধা লাগতে পারে। কাতারে কাতারে মানুষ চলেছে নোনা জলের সন্ধানে। দুরত্ব-বিধি যেন সোনার পাথর বাটি।

গতকাল জানা গিয়েছিল, রাজ্যের পেশ করা রিপোর্টে মেলার পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নয় হাইকোর্ট নিযুক্ত কমিটি। যত সময় এগোচ্ছে ততই সকলের চিন্তা বাড়াচ্ছে পুণ্যার্থীদের ভিড়। বাবুঘাট থেকে শুরু করে কাকদ্বীপ, সাগর তট, সব জায়গায় মানুষের ভিড় থিকথিক করছে। চিকিৎসক মহলের দাবি, এই ভিড়ের জেরে করোনার সংক্রমণ আরো সুপার স্প্রেডার হয়ে উঠতে পারে।