জোর আগে ফের বড় ধাক্কা যাত্রীদের জন্য। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে চলবে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ। এর ফলে বহু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল (Train Cancellations) করা হয়েছে, আবার কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। অনেক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলবে। দুর্গাপুজোর মুখে এই সিদ্ধান্ত যাত্রীদের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, “যাত্রীদের অসুবিধা হলেও ভবিষ্যতে নিরাপত্তা ও নিয়মিত পরিষেবা বজায় রাখতে এই রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি।”
সম্পূর্ণভাবে বাতিল হওয়া ট্রেন
৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার: ২৬ ও ২৮ সেপ্টেম্বর বাতিল।
৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার: ২৮ সেপ্টেম্বর বাতিল।
আংশিকভাবে সংক্ষিপ্ত হওয়া ট্রেন
৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জার: ২৩ ও ২৭ সেপ্টেম্বর কেবল আদ্রা পর্যন্ত চলবে।
১৮০১৯/১৮০২০ বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস: ২৩, ২৫, ২৬ ও ২৮ সেপ্টেম্বর গোমো পর্যন্ত চলবে।
ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস: ২২, ২৬ ও ২৮ সেপ্টেম্বর বোকারো পর্যন্ত চলবে।
আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার: ২২ ও ২৫ সেপ্টেম্বর কেবল আদ্রা পর্যন্ত চলবে।
দেরিতে ছাড়বে যে ট্রেনগুলি
হাঁটিয়া-খড়গপুর এক্সপ্রেস: ২৩ ও ২৪ সেপ্টেম্বর হাঁটিয়া থেকে ২ ঘণ্টা দেরিতে ছাড়বে।
বক্সার-টাটানগর এক্সপ্রেস: ২৮ সেপ্টেম্বর বক্সার থেকে ৯০ মিনিট দেরিতে ছাড়বে।
খড়গপুর-খড়গপুর লোকাল: ২২ ও ২৫ সেপ্টেম্বর ২ ঘণ্টা দেরিতে ছাড়বে।
নিত্যযাত্রীদের অভিযোগ, রেলের পক্ষ থেকে আগে থেকে জানানো হলেও পুজোর মরসুমে এই ধরণের সিদ্ধান্ত যাত্রীদের জন্য সমস্যার কারণ। বিশেষ করে যারা প্রতিদিন অফিস বা ব্যবসার কাজে আদ্রা ডিভিশনের ট্রেনে যাতায়াত করেন, তাঁদের পকেট এবং সময় দু’দিকেই চাপ বাড়বে। অনেক যাত্রীকে বাধ্য হয়ে বিকল্প পরিবহনের উপর নির্ভর করতে হবে।
অন্যদিকে দীর্ঘপথের যাত্রীদের অসুবিধা আরও বেশি। পুজোর সময় বহু মানুষ বাড়ি ফেরার জন্য বা বেড়াতে যাওয়ার জন্য আগেভাগেই টিকিট বুক করেছিলেন। হঠাৎ ট্রেন বাতিল বা সংক্ষিপ্ত হওয়ায় তাঁদের ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
রেল কর্তৃপক্ষের দাবি, এক সপ্তাহ ধরে করা এই রক্ষণাবেক্ষণ দীর্ঘমেয়াদে যাত্রীদের উপকারেই আসবে। নতুন অবকাঠামো ও প্রযুক্তিগত কাজ শেষ হলে ট্রেন চলাচল আরও নিরাপদ ও দ্রুত হবে। তবে যাত্রীরা মনে করছেন, এই কাজ অন্য সময় করা যেত, যাতে পুজোর মরসুমে তাঁদের সমস্যায় পড়তে না হয়।
সব মিলিয়ে, দুর্গাপুজোর আগে আদ্রা ডিভিশনের এই ট্রেন বাতিল ও দেরি যাত্রীদের জন্য বিরাট ধাক্কা। আগামী দিনগুলোতে পরিস্থিতি কীভাবে সামাল দেয় রেল, সেটাই এখন দেখার।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
