ভোট মিটতেই তেলের বাজার গরম, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

‘আবকি বার ৪০০ পার’ না হলেও জ্বালানির দাম গুটি গুটি পায়ে বেড়েই চলছে। সোমবার রাজ্যে পেট্রোলের দাম বেড়েছে ১.১ টাকা। সেই সঙ্গে ১ টাকা করে…

পেট্রোল পাম্পের প্রতীকি ছবি

‘আবকি বার ৪০০ পার’ না হলেও জ্বালানির দাম গুটি গুটি পায়ে বেড়েই চলছে। সোমবার রাজ্যে পেট্রোলের দাম বেড়েছে ১.১ টাকা। সেই সঙ্গে ১ টাকা করে বেড়েছে প্রতি লিটার ডিজেলের দাম। এদিন সকাল ৬টা থেকে ধার্য হয়েছে এই নয়া রেট। যার ফলে সোমবার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৩. ৯৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৪.৯৫ টাকা। পাশাপাশি ডিজেলের দাম লিটার প্রতি ৯০.৭৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৯১.৭৬ টাকা।

কেদারের পাহাড় থেকে হু হু করে নামছে বরফের চাঁই! ধ্বসেই ২০২৪-এ ধ্বংস হবে কেদারনাথ?

   

তৈল শোধনকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে আগেই জানানো হয়েছিল এই মূল্যবৃদ্ধির কথা। ওয়েস্টবেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেন জানিয়েছিলেন, তেলের দামে রাজ্য ১ টাকা করে ভ্যাট বসিয়েছে। তাতেই চড়েছে জ্বালানি তেলের দাম। তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে , জ্বালানি তেল বিক্রয়ে এক টাকা করে ছাড়ের সুবিধা দিয়েছিল রাজ্য।

ফের দুর্ঘটনা! হাবড়ায় রেলগেট গিয়ে পড়ল ওভারহেডের তারের ওপর, বন্ধ ট্রেন চলাচল

রবিবার শেষ হয়েছে সেই ছাড়ের মেয়াদ। এর পরই সোমবার থেকে বেড়েছে তেলের দাম। তবে এই ছাড় পুনরায় কার্যকর করা হবে কিনা তা নিয়ে এখনও কিছু স্পষ্ট করে বলা হয়নি। এদিকে এই বিষয়ে আলোচনার জন্য সোমবার নবান্নে বৈঠক ডেকেছে রাজ্য প্রশাসন।

৪০০০০ ফুট উচ্চতায় সেলিব্রেশনে মাতলেন ভারতের অনুরাগীরা

কলকাতা ছাড়াও দেশের অন্যন্য বড় শহরগুলিতেও বেড়েছে তেলের দাম।
সোমবার দিল্লিতে পেট্রোল ৯৪.৭২ টাকা ও ডিজেল ৮৭.৬২ টাকা,
মুম্বইতে পেট্রোল ১০৩.৪৪ টাকা ও ডিজেল ৮৯. ৯৭ টাকা
চেন্নাইতে পেট্রোল ১০০.৭৫ টাকা ও ডিজেল ৯২.৩৪ টাকা
আমেদাবাদে পেট্রোল ৯৪.৪৪ টাকা ও ডিজেল ৯০.১১ টাকা
ব্যাঙ্গালোরে পেট্রোল ১০২.৮৬ টাকা ও ডিজেল ৮৮.৯৪ টাকা
হায়দ্রাবাদে পেট্রোল ১০৭.৪১ টাকা ও ডিজেল ৯৫.৬৫ টাকা হয়েছে।