Abhijit Gangopadhyay: ‘চোর যেন না ঢোকে’, এবার আইনজীবীদের কাছে কাতর আবেদন প্রাক্তন বিচারপতি অভিজিতের

‘চোর যেন না ঢোকে’। কাঁথি আদালতে (Abhijit Gangopadhyay) গিয়ে আইনজীবী-কর্মীদের কাছে এই আবেদন জানালেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।…

Abhijit-Gangopadhyay

short-samachar

‘চোর যেন না ঢোকে’। কাঁথি আদালতে (Abhijit Gangopadhyay) গিয়ে আইনজীবী-কর্মীদের কাছে এই আবেদন জানালেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ, সোমবার বিকেলে কাঁথি আদালতে যান অভিজিৎ। তাঁর সঙ্গে ছিলেন তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতারা।

   

এদিন কাঁথি আদালতের আইনজীবী থেকে শুরু করে ল-ক্লার্ক সহ অন্যান্য কর্মীরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানান। নেতাজির মূর্তিতে মাল্যদানও করেন তমলুকের বিজেপি প্রার্থী। যদিও কাঁথি আদালতে যাওয়ার বিষয়টিকে প্রচার হিসেবে মানতে নারাজ অভিজিৎ।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ বলেন, এটাকে আপনি প্রচার বলতে পারবেন না। আমি বিজেপির হয়ে প্রার্থী হয়েছি। তাঁদের কাছে আবেদন করলাম আপনার বাড়িতে যেন চোর না ঢোকে। চোর তাড়াতে হবে। এইটুকু বলে গিয়েছি। কাকে চোর বলে মনে করবেন, কাকে তাড়াবেন, এটা তাঁদের ব্যাপার। সৌমেন্দু অধিকারী ভ্রাতৃপ্রতিম। এখান থেকে দাঁড়িয়েছে। জিতলে খুব খুশি হব।

Mamata Banerjee: শুভেন্দুর খাসতালুকে এর আগে যা করেননি কোনও মুখ্যমন্ত্রী, লক্ষ্মীবারে তাই করবেন মমতা!

আগামী ২৫ মে কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্রে নির্বাচন। কাঁথিতে বিজেপির টিকিটে ভোটে লড়ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক। অন্যদিকে তমলুকে বিজেপির টিকিটে লড়ছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। 

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে তিন দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। আজ, ১৩ মে চতুর্থ দফার ভোট হয়েছে। পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

Birbhum: বীরভূমের ভোটে ‘কেষ্ট দাওয়াই’ মনে করাতে অভিনব উদ্যোগ, দেদারে বিলি বাতাসা-নকুলদানা!