Jangipur: তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ জঙ্গিপুরের প্রাক্তন চেয়ারম্যান

লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএমে যোগদান করলেন জঙ্গিপুর (Jangipur) পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম। শনিবার বিকেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জোতকমল এলাকায় কয়েক হাজার কর্মী…

Former Jangipur Municipality Chairman Mojaharul Islam Joins CPIM

লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএমে যোগদান করলেন জঙ্গিপুর (Jangipur) পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম। শনিবার বিকেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জোতকমল এলাকায় কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে সিপিআইএমে যোগদান করেন তিনি।

প্রাক্তন চেয়ারম্যান মোজহারুল ইসলামকে পুরানো দল অর্থাৎ সিপিআইএমে স্বাগত জানান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, জামির মোল্লা, সোমনাথ সিংহ রায় সহ সিপিএম নেতৃত্ব। গত ২০১৬ সালের শেষ দিকে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলেন জঙ্গিপুর পৌরসভার তৎকালীন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা দায়িত্ব পালন করেন তিনি। রানিং চেয়ারম্যান থাকলেও ২০২২ সালে পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে টিকিট দেওয়া হয়নি।

আর যা নিয়েই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় মোজাহারুলের। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে ছিলেন তিনি। অবশেষে এদিন শনিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে সিপিআইএমে যোগদান করেন জঙ্গিপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম। লোকসভা ভোটের আগে সিপিএম শক্তি বাড়ার চেষ্টা করছে বলে রাজনৈতিক মহলের অভিমত। যদিও এতে তৃণমূলের কোন প্রভাব পড়বেনা বলে তৃণমূল কংগ্রেসের দাবি।