Birbhum: বিজেপি কর্মীদের বসে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, জয়ী দুধকুমার

বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল জয়ী হলেন। ফের জয়লাভ করলেন এই দাপুটে দেতা। জানা গিয়েছে ১৪৫ ভোটে জয়লাভ করেছেন দুধকুমার মণ্ডল। এই বছর, ময়ূরেশ্বর…

বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল জয়ী হলেন। ফের জয়লাভ করলেন এই দাপুটে দেতা।
জানা গিয়েছে ১৪৫ ভোটে জয়লাভ করেছেন দুধকুমার মণ্ডল। এই বছর, ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ বহড়া অঞ্চলের ৫ নম্বর সংসদের ৭ নম্বর আসনে তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই সকাল ৮ টায় শুরু হয়েছে ভোট গণনা। গণনাকেন্দ্রের ধারেকাছে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রত্যেক কেন্দ্রে মোতায়েন করা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

   

প্রথমে হবে গ্রাম পঞ্চায়েতের গণনা, তারপর পঞ্চায়েত সমিতি এবং শেষে জেলাই পরিষদের। ৩৩৯ টি কেন্দ্রে গণনা চলছে।

পঞ্চায়েতের মনোনয়ন জমা, নির্বাচন, পুনর্নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে গোটা রাজ্য। দিকে দিকে সন্ত্রাস এবং মৃত্যুমিছিল। ভোট পর্বে রাজ্য মৃতের সংখ্যা ৪১।