নসিপুর থেকে কালীঘাট-আলিমুদ্দিন বহু দূর! তৃণমূল ও সিপিআইএমের শীর্ষ নেতারা বহু দূর থেকে শুনলেন অদ্ভুতূড়ে জোট পঞ্চায়েতের বার্তা-আমরা একসাথে কাজ করতে চাই। এই বার্তা দিলেন (Murshidabad) মুর্শিদাবাদের নসিপুর পঞ্চায়েতের তৃ়ণমূলী প্রধান ও বাম উপ প্রধান। মঙ্গলবার এই পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃ়ণমূলকে সমর্থন করে সিপিআইএম। বাম সমর্থনে নসিপুর পঞ্চায়েতের ক্ষমতায় রাজ্যের শাসকদল টিএমসি।
মুর্শিদাবাদের লালগোলার অখ্যাত নসিপুর পঞ্চায়েত এখন রাজনৈতিক আলোচনায় বিখ্যাত। পঞ্চায়েত ভোটে শাসকদল তৃ়নমূলের বিরুদ্ধে লাগাতার ভোট লু়ঠ, দুর্নীতির অভিযোগ তুলে সরব ছিল সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লাগাতার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করে চলেছেন। তাঁকে জবাবও দিচ্ছেন তৃণমূল রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। এই বাকযুদ্ধের মধ্যে নসিপুরের তৃণ-বাম জোটের বোর্ড নিয়ে দুই শিবির নীরব।
মঙ্গলবার নসিপুর পঞ্চায়েতের বোর্ড গঠনের পর চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। ২৯ আসনের এই পঞ্চায়েতে তৃণমূল ও জাতীয় কংগ্রেস ১০টি করে মোট ২০টি আসনে জয়ী হয়। বাম দখলে যায় ৯টি আসন। মঙ্গলবার পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য তৃণমূল ও বাম জোটবদ্ধ হয়ে যায়। আপাতত কংগ্রেস বিরোধী আসনে। জানা যাচ্ছে দ্রুত কংগ্রেস পঞ্চায়েত সদস্যরা তৃণমূল শিবিরে ঢুকতে পারেন।
নসিপুরে পঞ্চায়েত প্রধান তৃণমূলের সামসুদ্দিন শেখ ও উপপ্রধান হলেন সিপিআইএমের শাহাবুল শেখ। বোর্ড গঠনের পর দুজনই গলায় মালা পরে সবুজ ও লাল আবির মেখে কোলাকুলি করেন। দুজনেই ছিলেন আপ্লুত। স্থানীয় সংবাদমাধ্যমের সামনে প্রধান ও উপপ্রধান বলেন নসিপুরের উন্নয়নে একসাথে কাজ করতে চাই। তবে দুজনেই জোটবদ্ধ হওয়ার বিষয়ে কিছু বলতে চাননি।