কুয়াশার চাদরে মুখ ঢাকল বাংলা! চড়ছে পারদ, পৌষপার্বনে ফিরবে কি শীত?

কলকাতা: ভরা পৌষে কুয়াশার বাড়বাড়ন্ত৷ রবিবারের মতো সোমবাবারও সকাল থেকে কুয়াশায় ঢাকা আকাশের মুখ৷ দক্ষিণের পাশাপাশি ঘন কুয়াশার দাপট রয়েছে উত্তরবঙ্গেও৷ এরই মধ্যে শীতকে খানিকটা…

foggy weather in Kolkata

কলকাতা: ভরা পৌষে কুয়াশার বাড়বাড়ন্ত৷ রবিবারের মতো সোমবাবারও সকাল থেকে কুয়াশায় ঢাকা আকাশের মুখ৷ দক্ষিণের পাশাপাশি ঘন কুয়াশার দাপট রয়েছে উত্তরবঙ্গেও৷ এরই মধ্যে শীতকে খানিকটা ব্যাকফুটে পাঠাল পশ্চিমী ঝঞ্ঝা৷ যার প্রভাবে আটকে গিয়েছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা পূবালী হাওয়ার দাপটে বাড়বে তাপমাত্রা৷ (foggy weather in Kolkata)

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে চড়ছে পারদ foggy weather in Kolkata

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গোটা মরশুম জুড়ে চলছে ঠান্ডা-গরমের লুকোচুরি। বাড়ছে আপেক্ষিক আর্দ্রতাও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার খানিকটা বাড়বে পারে তাপমাত্রা। তবে এখনই সোয়েটার-জ্যাকেট আলমারিতে তোলার সময় আসেনি। কোথাও কোথাও মঙ্গলবার রাত থেকে, কোথাও  আবার বুধবার ভোর থেকেই পারদ পতন শুরু হয়ে যাবে। তেমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷ 

   

কুয়াশার দাপট foggy weather in Kolkata

বুধবার-বৃহস্পতিবারও কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কমতে শুরু করবে৷ কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যেতে পারে৷ জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ ঢাকা থাবে ঘন কুয়াশার চাদরে৷ আগামী দু’দিনে কুয়াশায় ঢাকা পড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া। এই জেলাগুলিতেও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসবে৷ বাকি জেলাগুলিতেও কুয়াশা থাকবে৷ তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পৌষ সংক্রান্তিতে কনকনে ঠান্ডা থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ উল্টে থাকবে কুয়াশার দাপট৷ 

তুষারপাত foggy weather in Kolkata

উত্তরবঙ্গের দার্জিলিঙে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সতর্কতাও জারি করা হয়েছে।  নেপথ্যে সই পশ্চিমী ঝঞ্ঝা৷ দার্জিলিং-এর পাশাপাশি হালকা বৃষ্টি হবে কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।  সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বেশি বৃষ্টি হবে।

 West Bengal: Heavy fog persists in Kolkata and northern Bengal as western disturbances counter cold waves, leading to rising temperatures. Weather expected to fluctuate till midweek.