কুয়াশার চাদরে মুখ ঢাকল বাংলা! চড়ছে পারদ, পৌষপার্বনে ফিরবে কি শীত?

foggy weather in Kolkata
foggy weather in Kolkata

কলকাতা: ভরা পৌষে কুয়াশার বাড়বাড়ন্ত৷ রবিবারের মতো সোমবাবারও সকাল থেকে কুয়াশায় ঢাকা আকাশের মুখ৷ দক্ষিণের পাশাপাশি ঘন কুয়াশার দাপট রয়েছে উত্তরবঙ্গেও৷ এরই মধ্যে শীতকে খানিকটা ব্যাকফুটে পাঠাল পশ্চিমী ঝঞ্ঝা৷ যার প্রভাবে আটকে গিয়েছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা পূবালী হাওয়ার দাপটে বাড়বে তাপমাত্রা৷ (foggy weather in Kolkata)

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে চড়ছে পারদ foggy weather in Kolkata

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গোটা মরশুম জুড়ে চলছে ঠান্ডা-গরমের লুকোচুরি। বাড়ছে আপেক্ষিক আর্দ্রতাও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার খানিকটা বাড়বে পারে তাপমাত্রা। তবে এখনই সোয়েটার-জ্যাকেট আলমারিতে তোলার সময় আসেনি। কোথাও কোথাও মঙ্গলবার রাত থেকে, কোথাও  আবার বুধবার ভোর থেকেই পারদ পতন শুরু হয়ে যাবে। তেমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷ 

   

কুয়াশার দাপট foggy weather in Kolkata

বুধবার-বৃহস্পতিবারও কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কমতে শুরু করবে৷ কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যেতে পারে৷ জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ ঢাকা থাবে ঘন কুয়াশার চাদরে৷ আগামী দু’দিনে কুয়াশায় ঢাকা পড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া। এই জেলাগুলিতেও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসবে৷ বাকি জেলাগুলিতেও কুয়াশা থাকবে৷ তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পৌষ সংক্রান্তিতে কনকনে ঠান্ডা থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ উল্টে থাকবে কুয়াশার দাপট৷ 

তুষারপাত foggy weather in Kolkata

উত্তরবঙ্গের দার্জিলিঙে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সতর্কতাও জারি করা হয়েছে।  নেপথ্যে সই পশ্চিমী ঝঞ্ঝা৷ দার্জিলিং-এর পাশাপাশি হালকা বৃষ্টি হবে কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।  সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বেশি বৃষ্টি হবে।

 West Bengal: Heavy fog persists in Kolkata and northern Bengal as western disturbances counter cold waves, leading to rising temperatures. Weather expected to fluctuate till midweek.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন