কলকাতা: উপরওয়ালা চাইলে আমরাই সংখ্যাগুরু হবে৷ রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে৷ শনিবার ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের শতাংশের হিসেব দর্শিয়ে বলেন, উপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যালঘুরাই সংখ্যাগুরু হবেন। (firhad hakim minority remarks)
মমতার তিরষ্কার firhad hakim minority remarks
সংখ্যাগুরু-সংখ্যালঘু মন্তব্যের জেরে এ বার দলের শীর্ষ নেতৃত্বের তিরস্কারের মুখে পড়লেন ফিরহাদ৷ তাঁর মন্তব্যে অসন্তুষ্ট খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি তাঁর অসন্তোষের কথা সরাসরি ফিরহাদকে জানিয়েছেন৷ পুরমন্ত্রীর বক্তব্যকে দল সমর্থন করে না বলেও সাফ জানিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব৷ এমনকি পুরমন্ত্রীর বক্তব্যের সঙ্গে দলের নীতি, অবস্থানের কোনও সম্পর্ক নেই বলেও স্পষ্ট জানানো হয়েছে৷ তবে এটাই প্রথম নয়৷ এর আগেও ধর্মের প্রসঙ্গ টেনে বিতর্কে জড়িয়েছেন ববি।
সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব firhad hakim minority remarks
শনিবার ধনধান্য অডিটোরিয়ামে ‘ফিরহাদ ৩০’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ ওই অনুষ্ঠানেই বিতর্কিত মন্তব্যটি করেন ফিরহাদ৷ তিনি বলেন, “আমরা বাংলায় এখন ৩৩%। ভারতে মাত্র ১৭%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না। উপরওয়ালার কৃপা থাকলে আমরা এক দিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। উপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব।”
আমি ধর্মনিরপেক্ষ মানুষ: ফিরহাদ
ফিরহাদের এহেন মন্তব্যে তৃণমূল নেত্রীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে দাবি উঠেছে তৃণমূলের অন্দরে৷ বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। নিজের মন্তব্য নিয়ে ফিরহাদকে সতর্ক থাকার বার্তাও দিয়েছে দল৷ বিতর্কের মুখে পড়ে পরিস্থিতি সামল দিতে ময়দানে নামেন পুরমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘আমি এক জন ভারতীয়৷ আমি ধর্মনিরপেক্ষ মানুষ। আমি মৃত্যুর দিন পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকব।”
ভরতপুরের বিধায়ক হুমায়ুনের আবার বলেন, ‘‘এই সব কথা বলার আগে ভেবে নেওয়া উচিত। আমি ওঁকে কোরান পড়তে বলব। ওঁর কথা শুনলে বিজেপি আরও উৎসাহিত হয়ে উঠবে।’’ উল্লেখ্য, হুমায়ুন নিজেই লোকসভা ভোটের সময়ে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে ধোঁয়া দিয়েছিলেন৷
West Bengal: Controversy erupts over Firhad Hakim’s remarks on minority population. TMC leadership distances itself from Kolkata Mayor’s statement. Political tensions rise in West Bengal.