Kulti Station Fire: জ্বলছে কুলটি স্টেশনের একাংশ, বাড়ছে ক্ষোভ

সাত সকাল থেকে জ্বলছে (Kulti Station Fire) পশ্চিম বর্ধমান জেলার কুলটি স্টেশন। দমকল বাহিনী নেমেছে আগুন নিয়ন্ত্রণে। দূর থেকে হোস পাইপে জল ছুঁড়েও বেলা ১২.৩০…

Kulti Station Fire: জ্বলছে কুলটি স্টেশনের একাংশ, বাড়ছে ক্ষোভ

সাত সকাল থেকে জ্বলছে (Kulti Station Fire) পশ্চিম বর্ধমান জেলার কুলটি স্টেশন। দমকল বাহিনী নেমেছে আগুন নিয়ন্ত্রণে। দূর থেকে হোস পাইপে জল ছুঁড়েও বেলা ১২.৩০ মিনিট পর্যন্ত আগুন নিমন্ত্রণে আনা যায়নি। এদিকে জ্বলতে থাকা স্টেশনের ছবি দেশজুড়ে ছড়িয়েছে। আগুন ধরে যাওয়ার কারণ জানা যায়নি। সামাজিক মাধ্যমে রেল যাত্রী সুরক্ষা প্রশ্নে রেলমন্ত্রক জর্জরিত। কুলটির বাসিন্দারা ক্ষুব্ধ।

Kulti Station fire

   

রেলের আসানসোল ডিভিশনের কুলটি স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। এমনই জানিয়েছে রেলকর্তৃপক্ষ। সংবাদ সংস্থা এএনআই ও আসানসোলের স্থানীয় সংবাদমাধ্যমে জ্বলতে থাকা কুলটি স্টেশনের ছবি দেখে শিহরিত দেশবাসী। জাতীয়স্তরের সংবাদমাধ্যমেও এই সংবাদ ছড়িয়েছে।

Advertisements

Kulti station

শনিবার সকালে কুলটি রেল স্টেশনের তিন নম্বর প্লাটফর্মের পাশে ফুট ওভার ব্রিজের নিচে গোডাউনে  মজুত থাকা অক্সিপাইপ ও কেবলে আগুন লাগে। এমনই জানিয়েছেন কয়েকজন। আগুন হু হু করে ছড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কূলটি থানার পুলিশ ও আরপিএফ।  নিরাপদ দূরত্বে সরানো হয় যাত্রীদের। আসানসোল থেকে দমকলের একটি ইঞ্জিন ও সিএলডাব্লিউ থেকে আর একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে আছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

Kulti station fireরেলের আসানসোল ডিভিশনের অন্তর্গত কুলটি স্টেশন পশ্চিম বর্ধমান জেলার প্রান্তিক অঞ্চলে অবস্থিত। ঝাড়খণ্ডের দিক থেকে আসানসোল-হাওড়া ও শিয়ালদহ আসা যাওয়ার লাইনে কুলটি স্টেশন। সেখানেই আগুন ধরেছে।