New Sholay: ‘শাদি করাও…’ বীরুর মতো এবার টাওয়ারে চড়ল প্রেমিকা

‘শোলে’ ছবির নতুন (New Sholay) ভার্সন! এবার বিয়ের দাবিতে প্রেমিকের পরিবারকে হুমকি দিয়ে মোবাইল টাওয়ারে চড়ে বসল প্রেমিকা। উপর থেকে তার চিৎকার শুনে নিচে জনতার…

Girl climbs mobile towers

‘শোলে’ ছবির নতুন (New Sholay) ভার্সন! এবার বিয়ের দাবিতে প্রেমিকের পরিবারকে হুমকি দিয়ে মোবাইল টাওয়ারে চড়ে বসল প্রেমিকা। উপর থেকে তার চিৎকার শুনে নিচে জনতার ভিড় জমে যায়। অনেকেই বলছেন এ সেই শোলে সিনেমার দৃশ্যের মতো। যেখানে প্রেমিকা বাসন্তীকে (হেমামালিনী) বিয়ে করতে চেয়ে বিরাট ট্যাংকের উপর থেকে ঝাঁপ মেরে ‘সুইসাইড’ করার হুমকি দিয়েছিল বীরু (ধর্মেন্দ্র)। এবার উল্টো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ (Maharajganj) জেলায়। ওই প্রেমিকা বিয়ের দাবিতে মোবাইল টাওয়ার থেকে ঝুলছেন।

সংবাদসংস্থা পিটিআই জানাতে, এই ঘটনা শুক্রবারের। পুলিশ জানিয়েছে, একজন 20 বছর বয়সী মহিলা মহারাজগঞ্জ জেলার একটি মোবাইল টাওয়ারে উঠেছিলেন একজনের প্রতি তার প্রেমের কথা প্রকাশ করতে এবং তাকে তাকে বিয়ে করতে রাজি করাতে। এই ঘটনাটি প্রত্যক্ষ করার জন্য 50 মিটার উঁচু ওই টাওয়ারের কাছে বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিল। এর জেরে নিকটবর্তী হাইওয়েতে যানজটের সৃষ্টি হয়েছিল। ভিড়ের মধ্যে বেশ কয়েকজন তাদের মোবাইল ফোনে ঘটনাটি রেকর্ড করে। সেই ভিডিও ভাইরাল হয়।

   

মহিলা মহারাজগঞ্জ জেলার সেমরা রাজা টোল প্লাজা এলাকার কাছে মোবাইল টাওয়ারে উঠেছিলেন। তিনি দাবি করেন কয়েক বছর ধরে স্থানীয় এক যুবকের (24) সাথে তার সম্পর্ক আছে। সার্কেল অফিসার (সিও) অজয় সিং চৌহান ড. রোহিত জানান আমরা প্রথমে মহিলাে নিচে নামতে রাজি করার চেষ্টা করি। যখন তিনি তা করতে অস্বীকার করেন তখন একজন কনস্টেবল টাওয়ারে উঠে তাকে নামিয়ে দেন।