তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল হলদিয়া। জানা গিয়েছে, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে একটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লেগে যায়। এই ঘটনায়…

তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল হলদিয়া। জানা গিয়েছে, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে একটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লেগে যায়। এই ঘটনায় তীব্র আতঙ্ক গোটা এলাকা জুড়ে।

জানা গিয়েছে ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে হলদিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সোনাপাতা টোল প্লাজার কাছে হঠাৎ আগুন লেগে যায় তেলের ট্যাঙ্কারে। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনা স্থলে দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে। যুদ্ধকালিন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। এরপর ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, তবে কি কারণে এই আগুন এখনো পর্যন্ত জানা যায়নি।

তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

Advertisements

এহেন ঘটনায় হতাহতের কোনো খবর নেই। অন্য দিকে টোল প্লাজার সামনে এই ঘটনা ঘটায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।