TMC-CPIM: ১০ মার্চ তৃণমূল-বাম সম্মুখ সমরের আশঙ্কা

রাস্তায় সম্মুখ সমরের আশঙ্কা। শাসক তৃণমূল কংগ্রেস (TMC) ও পূর্বতন শাসক সিপিআইএমের (CPIM) সমর্থকরা আগামী ১০ মার্চ যে কোনওরকম সম্ভাবনার প্রস্তুতি নিতে শুরু করেছেন। দুই…

TMC CPIM

রাস্তায় সম্মুখ সমরের আশঙ্কা। শাসক তৃণমূল কংগ্রেস (TMC) ও পূর্বতন শাসক সিপিআইএমের (CPIM) সমর্থকরা আগামী ১০ মার্চ যে কোনওরকম সম্ভাবনার প্রস্তুতি নিতে শুরু করেছেন। দুই দলেরই পূর্বঘোষিত কর্মসূচি এই দিনে পড়ে যাওয়ায় পুলিশ বিশেষ সতর্ক।

১০ মার্চ তৃণমূলের ব্রিগেড কর্মসূচি। একই দিনে দক্ষিণবঙ্গ জুড়ে সাতটি জায়গায় সিপিআইএমের মিছিল ও সমাবেশ। সিপিআইএম সূত্রে খবর সমাবেশ হবে ভগবানগোলা (মুর্শিদাবাদ), কৃষ্ণনগর (নদিয়া), সিঁথি (উত্তর ২৪ পরগনা), বুদবুদ (পশ্চিম বর্ধমান), বৈদ্যপুর (পূর্ব বর্ধমান), রামপুরহাট (বীরভূম),উলুবেড়িয়া (হাওড়া)-এই এলাকাগুলিতে।

১০ মার্চ ব্রিগেড সমাবেশের কারণে ৯ মার্চ থেকেই উত্তর ও দক্ষিণের দূরবর্তী জেলা থেকে তৃণমূল সমর্থকরা কলকাতায় আসতে শুরু করবেন। আর সমাবেশ শেষে তাদের ফেরার পথে একাধিক জায়গায় বাম সমাবেশে আসা সিপিআইএমের সমর্থকদের মুখোমুখি হবার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। কলকাতা সংলগ্ন সিঁথি ও  স্পর্শকাতর এলাকা উলুবেড়িতে বাম-তৃণমূলের সংঘর্ষ আশঙ্কা বাড়ছে। ব্রিগেড সমাবেশের সরাসরি সম্প্রচারের জন্য স্থানীয় তৃণমূল সমর্থিত ক্লাবগুলি থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেলায় জেলায় বাম সমাবেশ ঘিরে চলছে প্রচার।  তৃণমূলের ব্রিগেড সমাবেশ প্রস্তুতিও চলছে। ১০ মার্চ কৃষ্ণনগর ও সিঁথিতে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জির মিছিলে বাম সমর্থকদের উপস্থিতি থাকবে বেশি। আর মমতা বন্দ্যোুাধ্যায় ও অভিষেকের নেতৃত্বে তৃণমূল ব্রিগেড সমাবেশে জনতার ঢল নামবে।

তৃণমূলের ব্রিগেড সমাবেশের পরের দিন ১১ মার্চ সন্দেশখালিতে বাম প্রতিনিধি দল যাবে। সিপিআইএম জানিয়েছে, প্রতিনিধি দলে থাকবেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার, সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম ও সুজন চক্রবর্তী।