আতঙ্ক! মেয়েকে ওড়িশায় ফিরিয়ে নিয়ে যেতে যান দুর্গাপুরে নির্যাতিতার বাবা

কলকাতা: মেয়ের জন্য নিরাপদ নয় পশ্চিমবঙ্গ (West Bengal)! ওড়িশার জ্বালেশ্বরে নিজের বাড়িতে তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে চান দুর্গাপুরে (Durgapur)গণধর্ষিতা ডাক্তারি পড়ুয়ার বাবা। রবিবার তিনি সংবাদসংস্থাকে…

কলকাতা: মেয়ের জন্য নিরাপদ নয় পশ্চিমবঙ্গ (West Bengal)! ওড়িশার জ্বালেশ্বরে নিজের বাড়িতে তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে চান দুর্গাপুরে (Durgapur)গণধর্ষিতা ডাক্তারি পড়ুয়ার বাবা। রবিবার তিনি সংবাদসংস্থাকে বলেন, “আমার মেয়েটা শয্যাশায়ী, ছটফট করছে, হাঁটতে পারছে না। এখানে ওর নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। ওরা আমার মেয়েকে যেকোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। পশ্চিমবঙ্গের উপরে আমাদের আর ভরসা নেই। মেয়েকে ওড়িশায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। ও ওখানেই পড়াশুনো করবে”।

Advertisements

ঘরের মেয়েকে ফেরাতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মোহন চরণ মাঝি

Advertisements

নির্যাতিতার বাবা জানিয়েছেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির (Mohan Charan Manjhi) সঙ্গে তাঁর কথা হয়েছে। ওড়িশা-প্রশাসন তাঁদেরকে সবরকম ভাবে সাহায্য করছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, নিজের রাজ্যের কোনও মেডিক্যাল কলেজে মেয়ের ভর্তির জন্যও মুখ্যমন্ত্রী মাঝিকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা।

ঘটনায় এক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি লেখেন, “দুর্গাপুরে ওড়িশার ছাত্রীর গণধর্ষণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমি মর্মাহত। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আইনানুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অনুরোধ করছি।” সেইসঙ্গে নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

গ্রেফতার ৩ অভিযুক্ত

শুক্রবার রাতে ফুচকা খেতে বেরিয়ে গণধর্ষণের (Gang rape) শিকার হন দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠরত ডাক্তারি পড়ুয়া। ঘটনায় ইতিমধ্যেই অপু বাউরি (২১), ফিরদৌস শেখ (২৩) এবং শেখ রেজাউদ্দিন (৩১) নামক ৩ জনকে গ্রেফতার ও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার সঙ্গে থাকা পুরুষ বন্ধুটিকেও তদন্তের আওতায় রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে যে এই ঘটনায় তারা “গভীরভাবে দুঃখিত”। দোষীরা কোনভাবেই শাস্তি থেকে রেহাই পাবে না। “নির্যাতিতার বেদনা ওড়িশার মতো আমাদেরও, এবং অপরাধীদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে”, বলে জানিয়েছে পুলিশ।