পুজোর আগেই ভয়ংকর অগ্নিকাণ্ড। বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই তিন। হাওড়ার উলুবেড়িয়ায় (Uluberia) একই পরিবারের বাবা, মা ও শিশুর মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় উলুবেরিয়া থানার পুলিশ ও দমকল বাহিনী।
রবিবার ভোররাতে উলুবেরিয়াতে এক মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জানা গিয়েছে, উলুবেড়িয়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত দক্ষিণপাড়ায় একই বাড়ির মধ্যে আগুন লেগে মৃত্যু হয় বাবা-মা ও শিশুর। এর সঙ্গেই বাড়ির বৃদ্ধা গুরুতর অবস্থায় উলুবেরিয়া মহকুমা হাসপাতালে ভর্তি।
জানা গিয়েছে, পেশায় কাপড়ের কাটিং মিস্ত্রি ইয়াসিন মল্লিক ও তার স্ত্রী এবং ১০ মাসের বাচ্চা ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। এবং সেই ঘরে ছিলেন ইয়াসিনের মা। রাত তিনটের দিকে ঘরে আগুন লাগে এবং এই চারজনই অগ্নিদগ্ধ হয়।
কিভাবে আগুন লাগল সেটা এখনো স্পষ্ট নয়। আগুন লাগার পরে প্রতিবেশীদের নজরে আসতেই তারা তড়িঘড়ি খবর দেয় উলুবেরিয়া থানাতে। এবং থানা থেকেই দমকলে খবর দিলে সেখান থেকে একটি ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল পৌঁছে দেখে ঘরে অগ্নিদগ্ধ অবস্থায় চারজন রয়েছে তাদের উদ্ধার করে উলুবেরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে এবং এক বৃদ্ধ পৌড়া তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখেন। একই পরিবারের তিনজনের মৃত্যুতে কার্যত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেরিয়া থানার পুলিশ