ফারাক্কা কাণ্ডে সাজা ঘোষণা, একজনের যাবজ্জীবন, অন্যজনের ফাঁসি

ফারাক্কার (Farakka) শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত দীনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিত হালদারকে যাবজ্জীবন সাজার নির্দেশ বিচারকের। বৃহস্পতিবারই ২ অপরাধীকে দোষী সাব্যস্ত করে আদালত।…

Diamond harbour court case

ফারাক্কার (Farakka) শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত দীনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিত হালদারকে যাবজ্জীবন সাজার নির্দেশ বিচারকের। বৃহস্পতিবারই ২ অপরাধীকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার দীনবন্ধু হালদারকে ফাঁসি  ও শুভজিত হালদারকে যাবজ্জীবন সাজার নির্দেশ অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়ের।

Advertisements

পরিকল্পনা মাফিক খুন জানালো পুলিশকর্তা সুপ্রতিম সরকার। নাবালিকার মৃত্যু হবার পরও তার ওপর যৌন নির্যাতন চালানো হয়। সুপ্রতিম সরকার জানান জয়নগরের মত আমাদের লক্ষ্য ছিল দুটো চার্জশিট পেশ করা যাতে বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি হয়। ১৩ অক্টোবর মামার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ ও খুনের শিকার হন ওই নাবালিকা।

   

বিচারক দীর্ঘ সময় ধরে ৩১জনের স্বাক্ষর প্রমাণ নিয়েছে। দুই অপরাধীরই কথা শোনেন বিচারক। সবদিক বিচার করে সরকারি আইনজীবীর সঙ্গে আসামির আইনজীবীর সঙ্গে একাধিকবার কথা বলেন বিচারক। তারপর তিনি জানান যে ধরনের ঘটনা ঘটিয়েছেন তার জন্য দীনবন্ধুর ফাঁসির সাজা ও অন্য অভিযুক্ত শুভদীপের যাবজ্জীবন সাজা ঘোষণা। আদালতের এই রায় খুশি নির্যাতিতার পরিবার।

উল্লেখ্য, জয়নগরেও নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় মাত্র ৬২ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা এবং তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণার প্রক্রিয়া শেষ করা হয়েছিল। তারপর সমান দ্রুততার সঙ্গে ফরাক্কাতেও দোষীদের শাস্তি হওয়ায় স্বভাবতই খুশি পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন।