Ukraine war: যুদ্ধে আটকে পড়া বাংলার পড়ুয়াদের ঘরে ফেরাতে পরিবারের কাতর আর্জি

রাশিয়ার আক্রমণের জেরে বিধ্বস্ত ইউক্রেন। সেইসঙ্গে উদ্বেগে রয়েছে ভারত, কারণ সেদেশে আটকে একাধিক ভারতীয়। কয়েকজনকে বিশেষ বিমানে ফিরিয়ে আনা হলেও এখনও অনেকে সেখানে আটকে রয়েছেন।…

রাশিয়ার আক্রমণের জেরে বিধ্বস্ত ইউক্রেন। সেইসঙ্গে উদ্বেগে রয়েছে ভারত, কারণ সেদেশে আটকে একাধিক ভারতীয়। কয়েকজনকে বিশেষ বিমানে ফিরিয়ে আনা হলেও এখনও অনেকে সেখানে আটকে রয়েছেন। কিয়েভে যারা আটকে রয়েছেন তাঁদের মধ্যে বেশিরভাগ পশ্চিমবঙ্গের বাসিন্দা।

Advertisements

এবার তাঁদের জন্য খোলা হল কন্ট্রোল রুম। আটকে থাকাদের হদিশ দিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর হল ২২১৪৩৫২৬, ১০৭০। সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি খোলা থাকবে এই কন্ট্রোল রুম। দায়িত্বে থাকবেন আইএএস আধিকারিক। আধিকারিককে সাহায্য করবেন ডব্লুবিসিএস অফিসাররা।

Advertisements

জানা গিয়েছে, ইউক্রেনে রায়দিঘির ২ জন আটকে রয়েছে। চিন্তায় রয়েছে পরিবার। তাঁরা হলেন অর্কপ্রভ ও অর্ঘ্য মাঝি। তাঁরা ভুগর্ভস্ত কার পার্কিংয়ে আশ্রয় নিয়েছেন। দুজনেই পড়ুয়া। এছাড়া আটকে রয়েছে সোনারপুরের পুষ্পক নামের এক যুবক।