Uttar Dinajpur: ভুয়ো নিয়োগপত্র নিয়ে উত্তপ্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

গোটা বাংলা জুড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেখানে এবার সামনে আসলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভুয়ো নিয়োগ পত্র নিয়ে। যা নিয়ে সরগরম গোটা এলাকা। রায়গঞ্জ…

Uttar Dinajpur: ভুয়ো নিয়োগপত্র নিয়ে উত্তপ্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

গোটা বাংলা জুড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেখানে এবার সামনে আসলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভুয়ো নিয়োগ পত্র নিয়ে। যা নিয়ে সরগরম গোটা এলাকা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের লেটার হেডে রেজিস্ট্রার দুর্লভ সরকারের সিল-স্বাক্ষর ব্যবহার করে গত ২৭ সেপ্টেম্বর একটি নিয়োগপত্র স্যোশাল মিডিয়ায় দেখা যায়।

যেই নিয়োগ পত্রে দেখা গিয়েছে রায়গঞ্জের বাসিন্দা পবন মহলদার নামে এক ব্যক্তির নামে চিঠি রয়েছে। চিঠিতে ওই ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি পদে নিয়োগের কথা লেখা রয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই নিয়োগপত্রটি রবিবার চোখে পড়ে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষের।

এরপরেই রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারকে ই-মেল মারফৎ অভিযোগ করেন বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার। এই বিষয় নিয়ে দুর্লভ সরকার জানান,তিনি বিষয়টি দেখা মাত্রই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।যে চিঠিটি সামাজিক মাধ্যমে বেরিয়েছে সবটাই ভুয়ো।

Advertisements

এরসঙ্গে তিনি আরো বলেন, এর আগেও এধরনের চিঠি বিশ্ব বিদ্যালয়ের নামে বেরিয়েছে। বিশ্ব বিদ্যালয়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কেউ। তবে কোনও চিঠি নিয়ে যদি কারও সন্দেহ থাকে তাহলে তাদের অবশ্যই বিশ্ব বিদ্যালয়ে যোগাযোগ করার কথা জানিয়েছেন রেজিস্ট্রার।