HomeWest BengalNorth BengalFake Passport Scam: বাংলা-সিকিমে ৫০ জায়গায় সিবিআই হানা, গ্রেফতার ২

Fake Passport Scam: বাংলা-সিকিমে ৫০ জায়গায় সিবিআই হানা, গ্রেফতার ২

- Advertisement -

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) শনিবার জাল পাসপোর্ট কেলেঙ্কারির ঘটনায় কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং এবং গ্যাংটক সহ পশ্চিমবঙ্গ এবং সিকিমের ৫০ টিরও বেশি জায়গায় অভিযান চালিয়েছে। অপরাধ তদন্তকারী সংস্থা গ্যাংটক পাসপোর্ট সেবা কেন্দ্রের একজন সিনিয়র সুপারিনটেনডেন্ট, গৌতম কুমার সাহা এবং একজন হোটেল এজেন্টকে ১,৯০,০০০ টাকা সহ মধ্যস্বত্বভোগীদের জন্য জাল এবং জাল নথি দিয়ে অবৈধভাবে পাসপোর্ট ইস্যু করার জন্য গ্রেফতার করেছে। এছাড়া জানা যাচ্ছে যে আধিকারিকরা ২৪ জনের বিরুদ্ধে মামলাও করেছেন। 

এফআইআরে ১৬ জন কর্মকর্তা সহ ২৪ জনের নাম রয়েছে, যারা ঘুষের বিনিময়ে অনাবাসী সহ অযোগ্য ব্যক্তিদের জাল নথির ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করেছিল বলে অভিযোগ রয়েছে বলে অভিযোগ।

   

পাসপোর্ট জালিয়াতির ঘটনায় শনিবার, মহালয়ায় কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং ও গ্যাংটকে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ও সিকিমের ৫০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। বাংলার পাশাপাশি পড়শি রাজ্য সিকিমেও ছড়িয়েছে পাসপোর্ট জালিয়াতির চক্র। গ্যাংটকের পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিটেন্ডেন্ট গৌতমকুমার সাহা ও হোটেল এজেন্টকে পাকড়াও করেছে সিবিআই। ১ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার হয়েছে। মিডলম্যানের মাধ্যমে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট মিডলম্যানের মাধ্যমে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular